• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৩৬:৪৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৩৬:৪৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

তাড়াশে ট্রাকের ধাক্কায় কৃষি শ্রমিকের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া ৮নং ব্রিজ এলাকায় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় কৃষি শ্রমিক মো. শরিফুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে।মৃত শরিফুল ইসলাম মাগুরা বিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামের আলহাজ নুরুল ইসলামের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান মজনু।আজ ১৮ জুলাই বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৪টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া  ৮নং ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী মারুফ হাসান জানান, ভোর রাত ৪টার দিকে মহিষলুটি বিশ্বরোড থেকে কয়েকজন কৃষি শ্রমিক কাজের সন্ধানে মিনি ট্রাক যোগে নাটোর জেলার বড়াইগ্রাম থানার নয়াবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে হামকুড়িয়ার ৮নং ব্রিজ নামক স্থানে মিনি ট্রাকটি দাঁড়িয়ে জরুরি কাজ করছিল। এমন সময় ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে মিনি ট্রাকের ছাদ থেকে কয়েকজন শ্রমিক পড়ে গিয়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় শরিফুল ইসলামের মৃত্যু হয়।এ ব্যাপারে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম জানান, এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান