সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক: সৌদি আরবের মক্কায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ২৯ জন আহত হয়েছেন। ২৭ মার্চ সোমবার দেশটির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, পবিত্র ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় একটি সেতুর সঙ্গে সংঘর্ষে বাস উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।