বিভাগীয় রোডমার্চে যোগ দিয়েছে কুষ্টিয়ার হাজার হাজার বিএনপি নেতাকর্মী
কুষ্টিয়া প্রতিনিধি: খুলনা বিভাগীয় তারুণ্যের রোড মার্চ সফল করতে কুষ্টিয়া থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী যোগ দিয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে শহরতলীর বটতৈল এলাকা থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে তারা রওনা দেন।শেখ হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির একদফা দাবি আদায়ের লক্ষে সারাদেশে এ রোর্ডমার্চ করছে বিএনপি।মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে মাইক্রো বাস ও পিকাপে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল করতে করতে রোর্ড মার্চে যোগ দিতে রওনা হয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।এর আগে সকাল ৭টা থেকে খুলনা বিভাগীয় তারুণ্যের রোড মার্চে যোগ দিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা এসে বটতৈল এলাকায় জমায়েত হন।