• ঢাকা
  • |
  • শুক্রবার ৯ই মাঘ ১৪৩২ রাত ১২:৩৬:১৫ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়া আদালতে মানহানির অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।১৮ জানুয়ারি রোববার মামলাটি দায়ের করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলায়মান চৌধুরী শিহাব। এজাহারে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর নাম বিকৃতভাবে উচ্চারণ করে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। পাশাপাশি, তিনি সাবেক সরকারের সময়ে খালেদা জিয়ার কারাবাসের বিষয়েও বিদ্রূপমূলক মন্তব্য করেছেন।বাদী জানান, ১৬ জানুয়ারি ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থানকালে তিনি ভিডিওগুলো দেখেন এবং এতে মরহুম আরাফাত রহমান কোকো, সাবেক প্রধানমন্ত্রী ও তাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করেন। মামলায় উল্লেখ করা হয়েছে, এই ঘটনায় দণ্ডবিধির ৫০০, ৫০১ ও ৫০২ ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে।আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং ১ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। বাদীপক্ষ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার আশা করছে।মুফতি আমির হামজার পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী আবু বকর বলেন, এখনও তারা আদালতের নোটিশ পাননি; নোটিশ এলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান