• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৩০:৫০ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:৩০:৫০ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

ডিমলায় বিদেশি অস্ত্রসহ যুবক আটক

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মো. তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটন (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।পিচ্চি লিটন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের মৃত আমিনুর রহমানের ছেলে।জানা যায়, উপজেলার ভেন্টিয়া পাড়া গ্রামে অস্ত্র বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিমলা উপজেলার ভেন্টিয়াপাড়া এলাকায় র‌্যাব-১৩ সিপিসি- ২-এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে পিচ্চি লিটনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।র‌্যাব জানায়, পিচ্চি লিটন ওই অস্ত্র ছিনতাই এবং বিভিন্ন নাশকতার কাজে ব্যবহার করতো।বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, মো. তরিকুল ইসলাম ওরফে পিচ্চি লিটনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV