সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার বাস্তাবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে সেনবাগ উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।২৫ অক্টোবর শনিবার বিকেলে নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সৌদি আরব যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মান্নানের নেতৃত্বে ওই উপজেলার কানকিরহাট বাজারে ওই লিফলেট বিতরণ করা হয়।লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ভিপি মফিজুল ইসলামসহ বিএনপির, যুবদলদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এসময় বক্তব্যে আবদুল মান্নান বলেন, দল যাকে ধানের শীষ প্রতীক দেবে সকলে মিলে ওই মার্কার পক্ষে কাজ করবেন।