সেনবাগে বিয়ে মেনে না নেওয়ায় কিশোরীর আত্মহত্যা
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় ফাতেমা জান্নাত (১৬) নামে এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।৬ জানুয়ারি সোমবার রাত ১০টার দিকে উপজেলার ৪নং কাদরা ইউপির ৫নং ওয়ার্ড জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত একই গ্রামের আমেরিকা প্রবাসী আলী আহমদের মেয়ে। সেনবাগ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জামালপুর পূর্বপাড়া দেলোয়ার হোসেনের ছেলে প্রবাসী মো. সাব্বিরের (২০) সঙ্গে নিহত ফাতেমা জান্নাত পরিবারের অজান্তে বিবাহ করেন। কিন্তু তার পরিবারের কোনো সদস্য বিবাহকে মেনে নেয়নি। এরই প্রেক্ষিতে গত ২-৩ দিন পূর্বে নিহতের মা তাকে মারধর করেন। তাকে নানার বাড়িতে চলে যেতে বলেন। পরে তিনি নানার বাড়িতে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে তার মায়ের সাথে অভিমান করে নানার চৌচালা টিনের ঘরের আরার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।