• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৩:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৩:০৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সেনবাগে যুবলীগ নেতার বাড়ি থেকে ২টি অস্ত্র উদ্ধার

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে যুবলীগ নেতা আলাউদ্দিনের (৩৫) বাড়ি থেকে ২টি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।১৯ এপ্রিল শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৯নং নবীপুর ইউপির ৭নং ওয়ার্ড দেবীসিংহপুর ভূঁইয়া বাড়ি থেকে ওই অস্ত্র দুইটি উদ্ধার করা হয়।জানা যায়, ৩৩ পদাতিক ডিভিশন সেনবাগ সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ারের নেতৃত্বে সেনাবাহিনী ও সেনবাগ থানা পুলিশ নবীপুর ইউনিয়ন যুবলীগ নেতা আলাউদ্দিনের বাড়িতে যৌথ অভিযান চালায়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আলাউদ্দিন পালিয়ে যায়। এক ঘন্টার অধিক সময় অভিযান চালিয়ে তার রান্না ঘরে একটি প্লাস্টিকের বস্তার মধ্যে মোড়ানো অবস্থায় দুইটি অবৈধ লোকাল গান (এলজি) উদ্ধার করা হয়।আলাউদ্দিন দেবী সিংহপুর ভূঁইয়া বাড়ির মৃত ছানা উল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের নেতা। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র কেনা-বেচাসহ সেনবাগ থানায় অস্ত্র ও মাদকের আটটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন, ৩৩ পদাতিক ডিভিশন সেনবাগ সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার।সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মিজানুর রহমান জানান, অস্ত্র দুইটি সেনবাগ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান