• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৩৪:০৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৩৪:০৯ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে পল্লী বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রাহকরা একটি বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়ে ভাংচুর করেছে।২৫ জুন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নবীপুর ইউপির দেবী সিংহপূর গ্রামস্থ পল্লী বিদ্যুতের সাবস্টেশনে এ হামলার ঘটনা ঘটে।এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুতের সাবস্টেশন ভবনের সুরক্ষা গেইট ভাংচুর করে। ইটপাটকেল নিক্ষেপ করে ভবনের জানালার কাঁচ ভাংচুর করে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি।খবর পেয়ে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন সোহেল ও সেনবাগ থানার এএসআই দ্বীন ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ডিজিএমের সঙ্গে কথা বলে লোডশেডিং সহনীয় পর্যায়ে করার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সেনবাগ পল্লী বিদ্যুৎ সমিতির আওয়াতাধীন ৯২ হাজার গ্রাহক রয়েছে। কয়েক মাস যাবত সেনবাগে পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়। ২৪ ঘণ্টায় গড়ে ২ থেকে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাতে এ পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করে। এতে করে রাতে গুমাতে না পারায় গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ কেন্দ্রে হামলা ও ভাংচুর করে।এ ব্যাপারে যোগাযোগ করলে সেনবাগ উপজেলা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানাজার (ডিজিএম) মিনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান