• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:২৫:৫৬ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ১১:২৫:৫৬ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো কলেজ ছাত্রের

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় ইশরাক নাইম মুন্না (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ২২ জানুয়ারি সোমবার বেলা ২টার দিকে উপজেলার পূর্বাশা বাস কাউন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মুন্না দামুড়হুদা স্টেডিয়ামপাড়ার আব্দুল মোমিনের ছেলে। সে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।প্রত্যক্ষদর্শী দামুড়হুদা বাজারের মুদি ব্যবসায়ী জীবন বলেন, বেলা ২টার দিকে মুন্না মোটরসাইকেলে একটি চালের বস্তা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথে পূর্বাশা বাস কাউন্টারের সামনে পৌঁছালে চালের বস্তার কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যায়। এ সময় অপরদিক থেকে আসা একটি পাখিভ্যান তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মুন্না। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে মুন্নাকে রাজশাহী রেফার করেন।মুন্নার বাবা মোমিন বলেন, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডাক্তার রেফার করলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রাজশাহী নেওয়ার পথে ঈশ্বরদীতে মারা যায় মুন্না।  চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা আরিজ বলেন, বেলা আড়াইটার দিকে রক্তাক্ত জখম অবস্থায় মুন্নাকে জরুরি বিভাগে আনা হয়। তার মাথা ও চোখে গুরুতর জখম ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে শুনেছি। এ ঘটনায় কেউ কারও নামে কোনো অভিযোগ করেনি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান