• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৮:৫৯ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ দুপুর ০২:৪৮:৫৯ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

টেনশন কমাতে তিনি লুডু খেলছিলেন

কক্সবাজার প্রতিনিধি: আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডে দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. সাদেককে গ্রেফতার করেছে যৌথবাহিনী।২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১৫ এর দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার ফাঁসিয়াখালি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-১৫ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।গ্রেফতার করার সময় তিনি বন্ধু-বান্ধব নিয়ে লুডো খেলায় মগ্ন ছিলেন। অভিযানে অংশ নেওয়া বান্দরবান র‍্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার শামীম আনোয়ার জানিয়েছেন, ‘আমরা যখন এই নরপশুর অবস্থানস্থল ঘেরাও করে ফেলছি, সেসময় তিনি বন্ধুবান্ধব নিয়ে নির্বিকার ভঙ্গিতে লুডু খেলায় মগ্ন ছিলেন। ছিল খানাপিনার আয়োজনও।’গ্রেফতারের পর হত্যাকাণ্ডে সম্পৃক্ত সাদেক র‍্যাব কর্মকর্তাকে জানা, ‘স্যার, ঘটনার পর থেকে এত টেনশন লাগছিল যে, মনে হয় ব্রেইন আউট হয়ে পাগল হয়ে যাব। তাই চাপ কমাইতে বন্ধুবান্ধব মিলে একটু লুডু খেলতে বসছিলাম।’এর আগে ২৩ সেপ্টেম্বর সোমবার দিবাগত রাত ৩টার দিকে চকরিয়ার ডুলহাজারায় অভিযান পরিচালনা করতে গিয়ে ডাকাতদলের হাতে ছুরিকাহত হয়ে মারা যান বিএমএ ৮২ ব্যাচের সেনা কর্মকর্তা নির্জন। সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের মামলার আসামী সাদেক (৪১), চকরিয়ার ফাঁসিয়াখালীর মোহাম্মদ খাইরুজ্জামানের পুত্র বলে জানা যায়। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান