• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:১২:৫৭ (07-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৩শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ১২:১২:৫৭ (07-Dec-2024)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪ বাংলাদেশি চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে এক অভিযানে তাদের আটক করে ৫৩ বিজিবি। অধিনায়ক লে. কর্নেল মো. মনির-উজ-জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।আটক চোরাকারবারিরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার সাহাপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে সুজন শেখ (২৭), রাণীনগর হাটপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে এম (২৬), একই এলাকার পারুল আলির ছেলে সুমন (৩০) এবং ফজলুর ছেলে নূহ নবি (৩৫)।গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে বাংলাদেশে চোরাকারবারিদের প্রবেশের গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীন ফতেপুর বিওপির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার সীমান্ত পিলার ১৩/১-এস এর নিকট দুপুর সোয়া ১২টায় অভিযান পরিচালনা করে।এ সময় একই সীমান্ত দিয়ে বুধবার গরু ও মাদক চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করা সুজন, সুমন, এম ও নূহ পুনরায় ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় ধাওয়া করে তাদের আটক করে বিজিবি। পরে আটক অনুপ্রবেশকারীদের শিবগঞ্জ থানায় আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান