শিবগঞ্জে মামীর সাথে পরকীয়ার জেরে যুবকের কব্জি কর্তন
ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আপন মামীর সঙ্গে পরকীয়ার জেরে রুবেল আলী (২৮) নামে এক যুবকের হাত থেকে কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষ।২৮ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ ডিগ্রি কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত যুবক উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত মতিউর রহমান মতিনের ছেলে।চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এইচ এম মাসুম শিমুল জানান, ডান হাতের কব্জি বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় রুবেলকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরীভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আহত রুবেলের ছোট ভাই লিটন জানান, তার ভাইয়ের সাথে তার মামীর সর্ম্পকটি মেনে নিতে পারেনি মামীর পিতা একরামুল ও তার স্বজনরা। এতেই ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে তারা। তার দাবী রুবেলের সাথে বিয়ের অন্তত ১৫ দিন আগে আগের সংসার ছেড়ে এসে তার ভাইকে বিয়ে করার অপরাধে এভাবে কেন তার ভাইকে মূল্য দিতে হলো।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরি জোবায়ের হোসেন জানান, পরকীয়ার কারনেই ইমিয়ারার পরিবারের লোকজন রুবেলের হাত কেটে নিয়েছে বলে অভিযোগ পেয়েছি। পুলিশ অপরাধীদের ধরতে অভিযান শুরু করেছে।