• ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ১১:১০:৫৫ (05-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে আষাঢ় ১৪৩২ রাত ১১:১০:৫৫ (05-Jul-2025)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে কুখ্যাত ডাকাত লালচাঁন হিরোইনসহ গ্রেফতার

মো. হানিফ মেহমুদ চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যসহ মো. লাল চাঁন ইসলাম (৩১) নামে এক কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে রয়েছে একাধিক ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট অভিযোগ।গ্রেফতারকৃত লালচান শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।জানা গেছে, লালচান দীর্ঘদিন ধরে শিবগঞ্জসহ আশপাশের এলাকায় ডাকাতি, চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি তার বিরুদ্ধে মাদকদ্রব্য হিরোইন রাখার অভিযোগে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পুলিশ জানায়,লালচানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। শিগগিরই তাকে আদালতে সোপর্দ করা হবে।স্থানীয়রা জানান, লালচান এই অঞ্চলে এক আতঙ্কের নাম হয়ে উঠেছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান