মেহেরপুরে ফেনসিডিলসহ ২ যুবক আটক
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ৪৯ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করেছে পুলিশ।২০ জানুয়ারি সোমবার দুপুরের দিকে উপজেলার বামন্দী-দেবীপুর সড়কে অভিযান চালিয়ে মাদকসহ লালন ও শান্তকে আটক করা হয়।আটকরা হলেন, উপজেলার তেতুলবাড়িয়া ভিটা পাড়া গ্রামের নূর ইসলামের ছেলে ভ্যানচালক লালন হোসেন (২৫) ও একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি শান্ত ইসলাম (১৭)।বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মহিবুল হক বলেন, গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া বামন্দী সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে দেবীপুর নামক স্থান থেকে দুই যুবককে আটক করে।এ সময় তাদের নিকট থেকে ৪৯ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল জব্দ করা হয়েছে। মাদক বহনের কাজে ব্যবহৃত ভ্যান পুলিশ হেফাজতে নেয়া হয়।আটক লালন হোসেন ও শান্ত ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।