• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ০৮:০০:২২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ০৮:০০:২২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

বেনজীর আহমেদের সাবানা পার্কে ছয় দিনে আয় ৪ লাখ ২ হাজার টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি: আদালতের নির্দেশনায় সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জব্দ ও ক্রোককরা গোপালগঞ্জের আলোচিত সাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে গত ছয় দিনে আয় হয়েছে ৪ লাখ ২ হাজার টাকা ‌।২১ জুন শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন পার্কটির ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও দুর্নীতি দমন কমিশন দুদকের গোপালগঞ্জের উপ-পরিচালক মো. মশিউর রহমান।তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশনায় গোপালগঞ্জ জেলা প্রশাসন পরিচালিত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের দুর্নীতি দমন কমিশন কর্তৃক জব্দ ও ক্রোককৃত গোপালগঞ্জের আলোচিত সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্টিতে গত ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত এই ছয় দিনে ৪ লাখ ২ হাজার টাকা আয় হয়েছে ‌।এর মধ্য দশ হাজার ৮৪ জন দর্শনার্থীদের গেট ফি বাবদ ১০ হাজার ৮৪ টাকা, আম ও কলা বিক্রি থেকে আয় ৬৮ হাজার ২১৬ টাকা ও খাবার, ফুল বিক্রি এবং রাইড ফি ছাড়াও অন্যান্য থেকে গত ৬ দিনে মোট আয় হয়েছে চার লাখ দুই হাজার টাকা।পার্কের সমুদয় আয়ের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে বলেও জানান মশিউর রহমান।দুর্নীতি দমন কমিশনের করা মামলায় ঢাকার স্পেশাল জজের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বেনজীরের মালিকানাধীন গোপালগঞ্জের সাবানা ইকো রিসোর্ট এন্ড ন্যাচারাল পার্কের যাবতীয় সম্পদ জব্দ ও ক্রোক করা হয়েছে। পরে আদালতে নির্দেশনায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে গত ১৪ জুন সকাল আটটা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় আলোচিত এই সাবানা পার্ক ও ইকো রিসোর্ট পার্কটি।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান