• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২৩:১৪ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২৩:১৪ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী দুলালের নির্বাচনী সভায় হামলা-ভাঙচুর

সিলেট প্রতিনিধি: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ইহতেশামুল হক চৌধুরী দুলালের নির্বাচনী সভায় হামলা হয়েছে।২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নয়াবাজারে এ ঘটনা ঘটে।দুলালের সমর্থকরা জানান, ট্রাক মার্কার সমর্থনে আয়োজিত তাদের নির্বাচনী সভা চলাকালে আকস্মিক প্রবেশ করে নৌকার প্রার্থী হাবিবুর রহমানের কর্মীরা। সভায় চেয়ার ছোঁড়াছুঁড়ি করে ভেঙে ফেলে এবং দুলালের কর্মীদের উপর চেয়ার ছুড়ে মারে। দুলালের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সালেহ আহমদ জানান, সন্ধ্যায় নির্বাচনী সভায় আকস্মিক হামলা চালায় নৌকার প্রার্থীর কর্মী ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা ও তার সহযোগিরা।এ ব্যাপারে ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেন, এ ঘটনায় আমার কর্মী-সমর্থকেরাসহ সাধারণ ভোটাররা ভীতসন্ত্রস্ত। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা হিংসাত্মক আচরণ শুরু করেছে। তারা আমার কর্মীদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে। আমার সভায় হামলা চালাচ্ছে। এ বিষয়টিতে আমি উদ্বিগ্ন।এ ঘটনার পর ডা. দুলাল রিটার্নিং অফিসার ও সিলেটের জেলা প্রশাসক এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান জানান, দুই দিক থেকে আসা দুই পক্ষের নির্বাচনি মিছিল পাশ দিয়ে যাওয়ার সময় উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় ছুটাছুটি করে কিছু কর্মী সমর্থক। পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে আলাদা করে দেয়। এতে বড় কোনো ঘটনা ঘটেনি। এ ব্যাপারে উভয়পক্ষ নির্বাচনী জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছেন। যার অনুলিপি থানায়ও এসেছে। রিটার্নিং কর্মকর্তার তদন্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান