• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ সকাল ০৬:৩৫:১২ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক: আইনসভার আনুষ্ঠানিক ভোটে জয়লাভ করে তৃতীয় মেয়াদের মতো চীনের প্রেসিডেন্ট হয়েছেন শি জিনপিং। ১০ মার্চ শুক্রবার  সিএনএনের খবরে এই তথ্যটি নিশ্চিত করেন। ।  বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের আইনসভায় ২ হাজার ৯৫২ ভোট পেয়ে শি জিনপিং পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট পদের জন্য পুনঃনিযুক্ত হন।৬৯ বছর বয়সী শি জিনপিং গত কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা। তার পুনঃনিয়োগ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা ছিল।চীনে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক পদ। সত্যিকারের ক্ষমতা পার্টি ও সেনাবাহিনীর প্রধানের। দুটি পদই শি ধরে রেখেছেন। গেল অক্টোবরে অনুষ্ঠিত কংগ্রেসে তিনি কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন।  পার্টিতে শি এর বিশ্বস্ত নেতা লি কিয়াংকে শনিবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।  ২০১৮ সালে চীনের আইনসভা এক আনুষ্ঠানিক ভোটে প্রেসিডেন্টের মেয়াদসীমা বিলুপ্ত করা হয়। এর মধ্য দিয়ে শিয়ের জীবনব্যাপী শাসন নিশ্চিত হয়।

ASIAN TV