লালমোহনে ১৮০টি ঘর পাচ্ছেন ভুমিহীনরা
মো. জসিম জনি, লালমোহন (ভোলা) প্রতিনিধি : আগামী ২২ মার্চ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের ভূমি ও গৃহহীন জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দফায় ভোলার লালমোহন উপজেলার ১৮০টি পরিবারের হাতে গৃহের চাবি ও দলিল তুলে দেওয়া হবে। এর আগে, আরও ৫৫০টি পরিবার প্রধানমন্ত্রীর এই উপহার পেয়েছেন।এদিকে সরকারি এই ঘর পাওয়ার আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই হতদরিদ্র মানুষগুলো। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।কৃতজ্ঞতা প্রকাশ করে উপজেলার ফরাজগঞ্জের মনোয়ারা বেগম জানান, নিজের একটি পাকা ঘর হবে তা কখনও স্বপ্নেও ভাবিনি। একটি ঘরের মালিক হচ্ছি প্রধামন্ত্রীর কারণে।এ প্রসঙ্গে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল জানান, সরকারের নির্দেশনা অনুসরণ করে কাজের গুণগত মান বজায় রেখে প্রধানমন্ত্রীর উপহারের ঘরগুলো নির্মাণ করা হয়েছে।ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, অতীতের কোন সরকারই ভূমিহীন ও গৃহহীনদের নিয়ে চিন্তা করেননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের পিছিয়ে পড়া এসব মানুষের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।এজন্য এলাকার জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।