• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৯:০৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৯:০৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

ভোলার লালমোহনে বজ্রপাত-ঘরচাপায় নিহত ২

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: দ্বীপ জেলা ভোলার লালমোহনে পৃথক স্থানে বজ্রপাত ও ঘরচাপায় দুইজন নিহত হয়েছেন।৭ এপ্রিল রোববার সকালে উপজেলার চরভূতা ইউনিয়নে বজ্রপাতে মো. বাচ্চু (৩৫) ও ফরাজগঞ্জ ইউনিয়নে ঘরচাপায় হারিছ আহমেদ (৭০) নিহত হন।নিহত বাচ্চু চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরলেঙ্গুটিয়া গ্রামের বাসিন্দা ও হারিছ ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ ওয়ার্ডের বাসিন্দা।সকালে মাত্র কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে বহু বাড়িঘর ও গাছপালা। ঘর চাপা ও গাছের আঘাতে আহত হয়েছেন আরও অনেকে।ঝড়ের প্রভাবে লালমোহন পৌরসভার ৪নং ওয়ার্ডে তিনটি ঘর দুমড়েমুচড়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ঘর পরিদর্শন করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনে পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন স্থানীয় কাউন্সিলর রায়হান মাসুম।লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তোহিদুল ইসলাম জানান, কালবৈশাখীতে প্রায় ২শ’ ঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা তাদের পূর্ণাঙ্গ তালিকা করে সহায়তা চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করবো।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান