• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩২ রাত ০৩:০৪:১৬ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

গাইবান্ধায় ট্রাক্টরের চাপায় বৃদ্ধার মৃত্যু

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অবৈধ ট্রাক্টরের চাপায় কাবাসী বেওয়া (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।২৯ অক্টোবর বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বকশীগঞ্জ-মোলংবাজার সড়কের ফরিদপুর ইউনিয়নের চকগোবিন্দপুর এলাকায় মামুনের ইটভাটা সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাবাসী বেওয়া ওই গ্রামের মৃত পঁচা মিয়ার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রশিদুল ইসলাম নামের এক ব্যক্তি অবৈধভাবে ট্রাক্টর দিয়ে মাটি বহন করছিলেন। এসময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধা কাবাসী বেওয়া। হঠাৎ দ্রুতগামী ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে চালকের বিচার দাবি জানায়।এ বিষয়ে ফরিদপুর ইউপি সদস্য আবু জাফর সরকার বলেন, “দ্রুতগামী ট্রাক্টরটি বৃদ্ধাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।”সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”স্থানীয়দের দাবি, অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি, না হলে এ ধরনের দুর্ঘটনা আরও বাড়বে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান