সাদুল্লাপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে খাদ্যদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে।১০ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলা শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে কাঁচাবাজার আড়ৎ সংলগ্ন সজীব স্টোরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্যসহ বিভিন্ন দ্রব্য সংরক্ষণের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া শহীদ মিনার সংলগ্ন ভাই ভাই স্টোরে সাত বছর পূর্বে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় ও কসমেটিকস পণ্য মজুদ রাখার দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সাদুল্লাপুর প্রি-ক্যাডেট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শিশুদের স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধার সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মিলন মিয়া।সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম রব্বানী, স্যাম্পল কালেক্টর হারন অর রশিদ, অফিস সহায়ক মুহাম্মদ পাভেলসহ প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।