• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৩৯:৩০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৩৯:৩০ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

সুনামগঞ্জে বিয়ে বাড়িতে আনন্দ করতে এসে মৃত্যু হলো কিশোরীর

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলায় আত্মীয়ের বিয়ে বাড়িতে আনন্দ করতে এসে প্রীতি রাণী তালুকদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর নদীতে ডুবে মৃত্যু হয়েছে।নিহত প্রীতি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ছয়হারা গ্রামের (বর্তমানে সিলেট নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা) হরে কৃষ্ণ তালুকদারের কন্যা। সে স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামে তাদের আত্মীয় সজল দাসের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে প্রীতি রাণী তালুকদারসহ পরিবারের লোকজন আসেন। ২৯ জুলাই সোমবার দুপুরে সহপাঠীদের সাথে স্থানীয় কামারখালী নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন প্রীতি রাণী।আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাননি। অবশেষে ৩০ জুলাই মঙ্গলবার সকালে নদীর পানিতে ভেসে উঠে নিখোঁজ প্রীতি রাণীর মরদেহ।বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীর মরদেহটি উদ্ধার করে। সাঁতার না জানার কারণে ওই স্কুল ছাত্রী পানিতে তলিয়ে যায়। ভাসমান মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান