• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:০৭:০৮ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৪:০৭:০৮ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে ভাই-বোনকে কুপিয়ে হত্যা, আটক ২

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুরে বাড়ির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে ভাই-বোনকে কুপিয়ে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইয়েরা। ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে হোসেনপুরে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন- হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামের শামছুল হকের ছেলে মাহমুদুল ইসলাম আলমগীর (৩০) ও তার ছোট বোন নাদিরা (২১)।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে উত্তর কুড়িমারা গ্রামের আব্দুল কাদিরের পরিবারের সঙ্গে তারই আপন ভাই সামছুল হকের পরিবারের মধ্যে বাড়ীর সীমানা নিয়ে বিরোধের জেরে আব্দুল কাদির ও তার পুত্র আরমানসহ কয়েকজন মিলে সামছুল হকের পুত্র আলমগীর ও কন্যা নাদিরাকে ঘর থেকে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলে আলমগীরের মৃত্যু হয়। পরে আহত বাকী ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার বোন নাদিরার মৃত্যু হয়।নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।ঘটনার পর পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV