দোয়ারাবাজারে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, আটক ২
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিজিবির চোরাচালান বিরোধী অভিযানের সময় হামলা করেছে চোরাকারবারিরা। ২ ডিসেম্বর সোমবার রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে।বিজিবির প্রেস ব্রিফিংয়ে জানা যায়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপার নামক স্থানে বিজিবি টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ৩ হাজার ২২০ কেজি বাংলাদেশি রসুন আটক করে।আটক মালামাল নিয়ে ফেরত আসার সময় ২০০-২৫০ জন চোরাকারবারীরা লাঠিসোঁটা, রাম দা, বল্লম ও ধারালো অস্ত্র-সস্ত্রসহ বিজিবি টহলকে বাধা প্রদান করে। এ সময় চোরাকারবারিদের বাঁশের লাঠির আঘাতে দুজন বিজিবি সদস্য আঘাতপ্রাপ্ত হয়। বিজিবির শক্ত অবস্থানের কারণে চোরাকারবারিরা জব্দ করা মালামাল ছিনিয়ে নিতে ব্যর্থ হয়। পরবর্তীতে চোরাকারবারিরা সোর্স সন্দেহে এলাকার মেম্বার মো. আল আমিনের বাড়িতে হামলা করে। মেম্বারের অভিযোগের প্রেক্ষিতে দোয়ারাবাজার থানা থেকে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী চোরাকারবারী মো. দেলোয়ার হোসেন এবং মো. মোবারক হোসেনকে স্থানীয় জনসাধারণ এবং বিজিবির সহায়তায় পুলিশ গ্রেফতার করে।সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি সম্পূর্ণরূপে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। স্থানীয় জনসাধারণ এবং অন্যান্য সকল সংস্থাকে বিজিবির কাজে সহায়তা করার অনুরোধ করেন।