• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:৪৭:২২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৩:৪৭:২২ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়া উপজেলার 'দি ওয়েস্টার্ন কলেজ' এবং দূর্গাশ্রম মহিলা বিএম কলেজের অধ্যক্ষ মো. সালিউজ্জামান চৌধুরী (রাজন) এবং তার ভাই মো. কামরুজ্জামান চৌধুরী (সুমন) এর বিরুদ্ধে নিয়োগের নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।৭ জুলাই রোববার সকালে উপজেলার নসিবপুর এলাকায় মো. সালেক খান ও রিপন মিয়া নামের দুই ব্যাক্তি এ সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে তারা লিখিত বক্তব্যে বলেন, বেন বেইজের তথ্য অনুযায়ী মো. সালিউজ্জামান চৌধুরী দূর্গাশ্রম মহিলা বিএম কলেজ এবং দি ওয়েস্টার্ন কলেজের অধ্যক্ষ। একই সঙ্গে একই ব্যক্তির দুই প্রতিষ্ঠানেরই স্টাফ পেটার্নে দেখানো হয়েছে। কাগজে-কলমে 'দূর্গাশ্রম মহিলা বিএম কলেজ'র অধ্যক্ষ সালিউজ্জামান চৌধূরীর বোন জাকিয়া চৌধুরী থাকলেও দুটি প্রতিষ্ঠানই পরিচালনা করেন সালিউজ্জামান চৌধুরী। কলেজ দুটির প্রতিষ্ঠাকাল থেকেই তারা জড়িত আছেন।তারা আরও বলেন, অধ্যক্ষ সালিউজ্জামান চৌধুরী এবং তার ভাই কামরুজ্জামান চৌধুরী নিয়োগের নামে তাদের প্রত্যেকের কাছ থেকে পাঁচ লক্ষাধিক করে টাকা নিয়েছেন। কিন্তু তার পরেও তাদের কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান