• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:২৮:৩৪ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০১:২৮:৩৪ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

মক্কায় ধর্ম বিষয়ক উপদেষ্টার সঙ্গে মার্দাশাবাসীর মতবিনিময়

মক্কা (সৌদী আরব) প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সাথে মক্কায় অবস্থানরত সাতকানিয়া মার্দাশা ইউনিয়নের প্রবাসীদের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।১ অক্টোবর মঙ্গলবার রাতে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, হজ্বের ও বিমানের খরচের বিষয়সহ প্রবাসীদের নানান সমস্যা সমাধানের জন্য কাজ করে যাচ্ছে সরকার।আ ফ ম খালিদ হোসেন এলাকায় বিভিন্ন সমস্যার বিষয়ে উপস্থিত প্রবাসীদের কথা শুনেন এবং তা সমাধানসহ এলাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মক্কা নগরীর ব্যবসায়ী মো. আইয়ুব সাওদাগর, সাতকানিয়া লোহাগাড়া প্রবাসী পরিষদ মক্কার সভাপতি মুরিদুল আলম মুরাদ চৌধুরী।মতবিনিময় সভা আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রবাসী সমিতি সাবেক সভাপতি জাকের উল্লাহ বাচ্চু, ব্যবসায়ী মহিম উদ্দীন, মো. ইলিয়াস, মো. কামাল উদ্দিন, মাস্টার জসিম, মো. মনজুর, লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের সদস্য সচিব তারেক আজিজ চৌধুরী, আব্দুল গফুর, আব্দুল খালেদ, আহমদ হোসেন, মো. জাবেদ, মো. নাছির, তারেক মিন্টু, মো. মোজাফফর, মো. জিসান প্রমুখ।মতবিনিময় সভায় মার্দাশাবাসীর পক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নৈশভোজের আয়োজন করা হয়।