মুরাদনগর বাঙ্গরা বাজার থানায় অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে অজ্ঞাত ১ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। উপজেলার বাঙ্গরা বাজার পশ্চিম ৭ নং ইউনিয়নের কুড়াখাল গ্রামে এই মৃত দেহটি উদ্ধার করা হয়।২৪ সেপ্টেম্বর রোববার সকালে কুড়াখাল উচ্চ বিদ্যালয়ের পৃর্বে কুড়াখাল ও দিঘীপার রাস্তার সংলগ্ন খালের কচুরিপানার নিচে অজ্ঞাত মহিলার (৩০) মরদেহ ধেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে। মুরাদনগর সার্কেল এসপি পিযুষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরীসহ ঘটনাস্থলে গিয়ে একটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করি, মরদেহের পা বাধা ছিলো। ধারনা করা হচ্ছে ১০ থেকে ১৫ দিন পৃর্বে তাকে হত্যা করে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছে। নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর হবে বলে ধারনা করা হচ্ছে।