মুরাদনগর
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:০১:১৯ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

মুরাদনগরে দূঁর্গা পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সাথে আসন্ন শারদীয় দূঁর্গা পূজায় আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মাফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গরা বাজার থানা জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক মো. জহিরুল ইসলাম সিদ্দিকী, এসময় অনুষ্ঠানটি পরিচালনা করেন এস আই নাহিদ হাসান।প্রধান অতিথির বক্তব্যে বলেন, সনাতন ধর্মালম্মীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ,নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি ও সিদ্ধান্ত গ্রহণ করেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান