• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:১৯:০৯ (02-Oct-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১৭ই আশ্বিন ১৪৩০ সকাল ১০:১৯:০৯ (02-Oct-2023)
  • - ৩৩° সে:

বগুড়ায় হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বার্মিজ চাকুসহ হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাতে উপজেলার বনানী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার যুবকের নাম সাব্বির হোসেন(২৩)। তিনি শাজাহানপুর উপজেলার গণ্ডগ্রাম এলাকার সাগর হোসেনের ছেলে।র‍্যাবের দাবি, গ্রেফতার সাব্বির শাজাহানপুর থানায় মারপিট ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি।৩০ সেপ্টেম্বর শনিবার বেলা ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্বিরকে বার্মিজ চাকুসহ গ্রেফতার করা হয়। গত ২৬ সেপ্টেম্বর রাতে সরকারি শাহ সুলতান কলেজের সামনে একজনকে ছুরিকাঘাত করা হয়। সেই মামলার প্রধান আসামি সাব্বির।’তিনি আরও বলেন, গ্রেফতার সাব্বিরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV