• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে পৌষ ১৪৩২ রাত ০৮:৫৩:৩৮ (12-Jan-2026)
  • - ৩৩° সে:

প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক: এবার বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।১১ জানুয়ারি রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মান্নার পক্ষে নির্বাচন কমিশনে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।এ সময় মান্না বলেন, ‘আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। আমার বিরোধিতা করতে মবোক্রেসির ঘটনা দুঃখজনক। কিছু ছোট মিডিয়ার অন্যায় রিপোর্টের বিরোধিতা না করে পারা যায় না।’তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র টিকবে না। নির্বাচনে অন্তর্ভুক্তিমূলক পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’এর আগে, বগুড়া-২ আসনের প্রার্থী মান্নার হলফনামায় নানা অসংগতি থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ফৌজদারি মামলার কোনো তথ্য না দেওয়া, যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করা এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল না করা।তবে সেই সময়ে বগুড়া-২ আসনের প্রার্থিতা বাতিল হলেও ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল।