• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২৭:১০ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২৭:১১ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

চাটমোহরে চাষিদের মাঝে ইনসুলেটেড ফিস বক্স বিতরণ

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে পুকুরে গ্রুপ ভিত্তিক মৎস্য চাষিদের মাঝে ইনসুলেটেড ফিস বক্স বিতরণ করা হয়েছে।২৯ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা চত্বরে বৃষ্টি গ্রুপের মাঝে চল্লিশটি ইনসুলেটেড ফিস বক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।এসময় কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ, প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আব্দুল্লাহ আল নোমান, সমবায় কর্মকর্তা মুর্শিদা খাতুন, একাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফাসহ অন্যরা উপস্থিত ছিলেন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ইনসুলেটেড ফিস বক্স হলো এক ধরনের বাক্স যা মাছকে ঠান্ডা রাখার জন্য ডিজাইন করা হয়েছে। এটি মাছকে সতেজ রাখতে এবং পরিবহন করার জন্য ব্যবহার করা হয়। এই বাক্সগুলি সাধারণত থার্মাল ইনসুলেশন উপাদান দিয়ে তৈরি করা হয়, যেমন পলিস্টাইরিন বা পলিউরেথেন ফেনা, যা ভেতরের তাপমাত্রা বাইরে যেতে দেয় না এবং বাইরের তাপমাত্রা ভেতরে প্রবেশ করতে দেয় না।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান