• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩২ রাত ০১:১১:২৬ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

পাবনা প্রতিনিধি : চাটমোহর-পাবনা সড়কের ভবানীপুর কানখোলা মোড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নওশের প্রামানিক (৬৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।২৮ অক্টোবর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর কানখোলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের বালুদিয়ার গ্রামের মৃত নজু প্রামানিকের ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে ভবানীপুরের দিকে যাচ্ছিলেন নওশের প্রামানিক। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে রাস্তায় ছিটকে পড়েন নওশের প্রামানিক। এসময় ওই রাস্তা দিয়ে যাওয়া একটি ট্রাকের নিচে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই ভ্যান চালক। ঘটনার পর ট্রাক ফেলে রেখেই পালিয়ে যান চালক ও হেলপার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।এ ব্যাপারে পাবনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনগত প্রক্রিয়া চলমান।