সারিয়াকান্দিতে বিএনপির নির্বাচনী সভা
স্টাফ রিপোর্টার, বগুড়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী কাজী রফিকুল ইসলাম সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নে একাধিক নির্বাচনী পথসভায় বক্তব্য দিয়েছেন।২৬ জানুয়ারি সোমবার উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাটদেবডাঙ্গা ও বাড়াইকান্দি গ্রামে আয়োজিত পথসভায় অংশ নিয়ে স্থানীয় জনগণের কাছে ধানের শীর্ষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।পথসভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা ধানের শীর্ষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই।