• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৯:০৫ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:০৯:০৫ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

বগুড়ার সোনাতলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় মামলা

বগুড়া প্রতিনিধ: বগুড়ার সোনাতলা উপজেলার দিগদায়িড় ইউনিয়নের মুলবাড়ী মধ্যপাড়ায় এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্তের নাম রতন। ১৭ অক্টোবর মঙ্গলবার তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক মন্ডল।জানা যায়, উপজেলার দিগদায়িড় ইউনিয়নের লোহাগাড়া নদীর মূলবাড়ী ব্রিজের নিচে স্বাধীন ও পলাশ এই দুইজন ফোর সিলিন্ডার দিয়ে বালু উত্তোলন করছিলেন। একই ইউনিয়নের মূলবাড়ি মধ্যপাড়ায় লোহাগাড়া নদী থেকে রতন নামের আরেকজন অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। ‍উপজেলা প্রশাসন এ বিষয়ে জানতে পেরে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত স্বাধীন ও পলাশ বালু উত্তোলনের মেশিন পানিতে ডুবিয়ে দেয় এবং রতন পালিয়ে যায়। পরে এসিল্যান্ড রতনের নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। এসময় ৩ টি বালু পরিবহনের ট্রাক্টর জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।অভিযান শেষে, সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) প্রতীক মন্ডল জানান, আমাদের এ অভিযান ভবিস্যতেও চলমান থাকবে। আমি এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ যানাচ্ছি। অভিযানে সোনাতলা পুলিশের একটি আভিযানিক দল সার্বিক সহায়তা করে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান