ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মামুন আহমেদ জয়, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।২৭ অক্টোবর সোমবার বিকেলে ধামরাই উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে, ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে এক বিশাল শুভযাত্রা ও র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ধুলিভিটা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, যুব সমাজই দেশের পরিবর্তনের চালিকাশক্তি, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে যুবদল অগ্রণী ভূমিকা রাখবে।এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সুরুজ বাঙালি, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন রিমন, পৌর যুবদলের সহ-সভাপতি সুজন মোহাম্মদসহ উপজেলা ও পৌর যুবদলের অসংখ্য নেতাকর্মী।