• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০২:০২:৫৯ (10-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে আশ্বিন ১৪৩১ রাত ০২:০২:৫৯ (10-Oct-2024)
  • - ৩৩° সে:

সাঁতার শিখতে এসে ফিরলো লাশ হয়ে

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পরে আব্দুল্লাহ নেওয়াজ তুষার নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।৮ অক্টোবর মঙ্গলবার বিকেল ৪টার দিকে সাভার মডেল থানার পুকুর থেকে ডুবুরি দলের সদস্যরা ওই শিক্ষার্থীরা মরদেহ উদ্ধার করে।নিহত কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ নেওয়াজ তুষার সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে। তিনি সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌ-বাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। পরে দুপুর ১টার দিকে সে মডেল থানার পুকুরে নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় থানার ঘাটে দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিশকে খবর দেন। পরে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।