ঢাকা
  • ঢাকা
  • |
  • শনিবার ২৯শে ভাদ্র ১৪৩২ রাত ০৮:০৭:৩৩ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমের বলি স্বামী

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে সগির (২৫) নামের এক যুবককে হত্যা করে মরদেহ রাস্তায় ফেলে রেখেছে দুর্বৃত্তরা। নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে। সে রাজধানীর ইসলামপুর এলাকায় একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।১৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনের রাস্তার উপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত সগির ৮ বছর আগে বিয়ে করে এবং তাদের ৬ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। দুই বছর আগে স্ত্রীর পরকীয়ার কারণে তাদের ডিভোর্স হয়। এর কিছুদিন পর আবার স্ত্রীর সাথে বনিবনা হওয়ায় পর পুনরায় ঘর-সংসার শুরু করলে, এলাকাবাসীর কটুক্তির মুখে সে নিজ বাড়ি ছেড়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করে। বর্তমানে সগিরের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আবার নতুন করে শুরু হওয়ায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হত। পরিবারের ধারণা স্ত্রী ও পরকীয়া প্রেমিক দু’জনে মিলে পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করেছে।দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আখতার হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান