• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২৫:৪৯ (30-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৫ই শ্রাবণ ১৪৩২ বিকাল ০৪:২৫:৪৯ (30-Jul-2025)
  • - ৩৩° সে:

কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলা, আহত ১০

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিলে হঠাৎ হামলার ঘটনা ঘটেছে। এতে দু'গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন।২৬ জুলাই শনিবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সদস্য মোশাররাফ হোসেন মিয়াজীর পক্ষ থেকে কচুয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার রহিমানগর বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শ্লোগান ও কটুক্তির প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির প্রধানের সভাপতিত্বে ও অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড্য. সেলিম উল্ল্যাহ সেলিমের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিলটি বের হয়ে রহিমানগর কলেজ গেইট পৌঁছলে হঠাৎ করে কয়েকজন যুবক লাঠিসোঁটা নিয়ে নিয়ে ধাওয়া করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দু'গ্রুপের অন্তত ১০ জন আহত হয়।এ ঘটনায় রহিমানগর বাজার এলাকা এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল ইসলাম জানান, বিএনপি নেতা মোশাররফ হোসেনের সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে ১৫/২০ জনের একদল দুর্বৃত্তরা লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। ওইসময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশী টহল রয়েছে।এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড্য. সেলিম উল্ল্যাহ সেলিম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে কোনো বিএনপির সমর্থকেরা হামলা করতে পারে না।  তারা নিশ্চয়ই ফ্যাসিবাদের দোসর।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান