কচুয়ায় নিখোঁজের ৫ দিন পর শিশুর মরদেহ উদ্ধার
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের ৫ দিন পর তানভীর (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কচুয়া থানা পুলিশ। বিতারা ইউনিয়নের বাইছারা খান বাড়ির কৃষক সোলাইমান খানের শিশু পুত্র তানভীর (৫)এর মরদেহ ৩০ নভেম্বর শনিবার সকালে গুগড়ার বিলে ডোবা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।ওই দিন সকালে এক কৃষক মাঠের ডোবার মধ্যে শিশুর মরদেহ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, রেজওয়ান সাইদজিকু ও কচুয়া থানার ওসি মো. আ. হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে।শিশু তানভীরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশ নিয়ে আসতে চাইলে শিশুর পিতা সোলাইমানসহ স্থানীয় এলাকাবাসী বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জোড় দাবি জানিয়ে মরদেহ রেখে দেয়।তানভীরের পরিবার ও আত্মীয়স্বজনের দাবি জ্বীন-ভূতের আঁচড়ে তাঁর মৃত্যু হয়েছে, এনিয়ে তাদের কাহারো উপর সন্দেহ নেই ও কাহারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এসময় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জেলা প্রশাসক বরাবর বিনা ময়নাতদন্তের আবেদন করার নির্দেশ দেন।প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে কৃষক সোলাইমান খান শিশুপুত্র তানভীরকে অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেন।