• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ১০:০৫:৫৮ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

ময়মনসিংহে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে: নিহত ৪, আহত ৭

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে মাইক্রোবাসের ৪ যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৭ জন।১২ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।অগ্নিদগ্ধ হয়ে আহত ৭ জনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতদের মধ্যে ২ জনের মধ্যে পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ধোবাউড়া উপজেলার খামারবাসা গ্রামের আক্কাস আলীর স্ত্রী দোলেনা খাতুন (৪০) ও তুতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৫০)।বাকি নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।আহত এক যাত্রী জানান, সকল যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ বিকট শব্দ হয় এরপর আর কিছু বলতে পারেন নি তিনি।ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কার্যক্রম শুরু করে।বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন জানান, আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। 



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV