• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৭:০৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৭:০৩ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

কচুয়ায় বাড়িতে ঢুকে হামলা-ভাঙচুর, নারীসহ আহত ৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বে-আইনীভাবে বসতবাড়িতে ঢুকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কচুয়া স্টীল ব্রিজ সংলগ্ন লাল মিয়ার বসতবাড়িতে এ হামলার ঘটনা ঘটে।২৩ মার্চ শনিবার এ ঘটনায় ভুক্তভোগী লাল মিয়ার মেয়ে পপি আক্তার বাদি হয়ে পাশ্ববর্তী হাসান মাস্টারকে প্রধান আসামি করে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেন। বসতবাড়িতে হামলার ঘটনায় ৩ জন নারীসহ মোট ৪ জন আহত হয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, লাল মিয়ার বাড়িতে প্রতিবেশী হাসান মাস্টারের মুরগি যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় স্থানীয় হাসান মাস্টার, জাহিদুল, ওবায়দুল, সাইফুল, অয়ন, বাচ্চু শিকদারসহ ৪০/৫০ জন সন্ত্রাসী লাল মিয়াকে রাস্তায় পেয়ে তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে রাস্তার পার্শ্বে ফেলে রাখে।পরবর্তীতে তারা লাল মিয়ার ঘরের গ্রিল ভেঙ্গে ভিতরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র (শোকেস, ড্রেসিং টেবিল, প্লাস্টিকের চেয়ার, আলনা, পানির ফিল্টার) সহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। হামলাকারীরা দুইটি অ্যানন্ড্রয়েড মোবাইল ফোন ও ৭৫ হাজার নগদ অর্থ নিয়ে যায় বলে জানা গেছে। হামলাকারীদের লাল মিয়ার স্ত্রী ও দুই মেয়েসহ তিনজনকে দেশীয় অস্ত্র লাঠি, দা, লোহার রট দিয়ে গুরুতর আহত করে। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়।কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাসীন জানান, এ ঘটনায় পরিবারটির পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান