• ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৩:১৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৫ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৪৩:১৯ (28-Apr-2024)
  • - ৩৩° সে:

নিকলীতে তীব্র শীতে ৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এই তীব্র শীতের কারণে উপজেলার ৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১০টি উচ্চ বিদ্যালয় এবং ৬টি মাদ্রাসা বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।২৪ জানুয়ারি বুধবার সকালে নিকলী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আক্তার ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলম প্রাথমিক বিদ্যালয় বন্ধের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল পর্যন্ত নিকলী উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে পাঠদান বন্ধ থাকবে।নিকলী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বুধবার সকলা ৯ টার আগে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবার সকালে নিকলীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বইছে মৃদু শৈত্যপ্রবাহ বলেও জানা গেছে। আবহাওয়া অধিদফতরের তথ্য মতে, এ মাসজুড়েই শীত থাকবে। শীতের অনুভুতি কমবে না।উল্লেখ্য, গত কয়েক দিন ধরে প্রতিদিনই কিশোরগঞ্জে তাপমাত্রা কমছে আবার বাড়ছে। ঘন কুয়াশার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভত হচ্ছে। হাওরে চাষিদের কৃষি কাজ করতেও কষ্ট করতে হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান