• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৫২:৩৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ সকাল ১১:৫২:৩৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

নিজ বাড়ি থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি: শিক্ষকতা থেকে অবসরে গিয়ে আশরাফ হাওলাদার (৮০) ও তাঁর স্ত্রী লাইলী বেগম (৭৫) বাস করছিলেন নিজ বাড়িতে। ২৪ জুলাই বুধবার বিকেলে সেই বাড়ি থেকে এই বৃদ্ধ দম্পতির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া গ্রামে। তবে এই দম্পত্তি কীভাবে মারা গেলেন, কেন মারা গেলেন, তা এখনো জানতে পারেনি পুলিশ।নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দুইদিন যাবৎ আশরাফ আলীর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এর প্রেক্ষিতে পরিবারের সদস্যরা বুধবার দুপুরে বাড়িতে খোঁজ করলে কোনো সাড়া-শব্দ না পেয়ে দেওয়াল টপকে ভেতরে দু’জনের মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবদুস ছালাম বলেন, এরই মধ্যে পুলিশের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে নিহতদের তিন দিন আগে সম্ভবত হত্যা করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর হত্যার সঠিক কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।নিহত আশরাফ আলী এবং হোসনেয়ারা দম্পতির দুই মেয়ে ও এক ছেলে থাকলেও ওই বাড়িতে শুধু ওই বৃদ্ধ দম্পতি বসবাস করতেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান