• ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ ভোর ০৫:২৮:৫৯ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১২ই মাঘ ১৪৩১ ভোর ০৫:২৮:৫৯ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

এনায়েতপুরে আন্দোলনে নিহতের মরদেহ উত্তোলন না করার দাবিতে সংবাদ সম্মেলন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতদের মরদেহ কবরস্থান থেকে উত্তোলন না করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতদের পরিবার।৩ নভেম্বর রোববার আন্দোলনে নিহত ইয়াহিয়ার, সিয়াম ও শিহাবের মরদেহ যেন না তোলা হয় এ জন্য লিখিত বক্তব্য পাঠ করেন ইয়াহিয়ার স্ত্রী শাহানা খাতুন। সিয়ামের বাবা আব্দুল কদ্দুস ও শিহাবের মা শাহনাজ বেগম।তিনি তার বক্তব্যে বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার স্বামী ইয়াহিয়া পুলিশের গুলিতে নিহত হয়। এই ঘটনায় আমি বা যারা নিহত হয়েছে তাদের পরিবারের কেউ বাদী হয়ে থানা মামলা দায়ের করেনি। কে এই ঘটনায় থানায় মামলা দায়ের করেছ তা আমাদের জানা নেই। এখন আমার স্বামীসহ যারা ওই দিন এনায়েতপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছে তাদের মরদেহ কবর থেকে উত্তোলন করবে বলে পুলিশ চাপ দিচ্ছে।আমরা এটি কখনোই হতে দেব না। স্বামী সন্তান হারিয়ে এমনিতে আমরা দিশেহারা হয়ে গিয়েছি। এখন মরা মানুষকে নিয়ে টানাটানি শুরু হয়েছে। আমিসহ আরো যারা আন্দোলনে নিহত তাদের পরিবারের পক্ষ থেকে সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যেন পুলিশের গুলিতে যারা নিহত হয়েছে তাদের কবর থেকে মরদেহ উত্তোলন যেন না করা হয়। সংবাদ সম্মেলন নিহত ইয়াহিয়ার পিতা ও স্ত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান