• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:০৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৭:০৫:০৮ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

বেলকুচিতে আওয়ামী লীগ নেতাকে গুলি, কলেজছাত্র গুলিবিদ্ধ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে শওকত আলী নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঐ আওয়ামী লীগ নেতা অক্ষত থাকলেও গুলিবিদ্ধ হয়েছেন এক কলেজছাত্র।৩১ মে শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর এলাকায় ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ আল আমিন স্থানীয় যমুনা ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র।বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, শুক্রবার রাত পৌনে বারটার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের মকিমপুর বাজারে নিজ বাড়ির সামনে একটি দোকানে দাড়িয়ে ছিল স্থানীয় আওয়ামী লীগ নেতা শওকত আলী।এ সময় অন্ধকারাচ্ছন্ন রাস্তা দিয়ে আসা তিন তরুণকে দেখে সন্দেহ হলে দোকানে প্রবেশ করেন শওকত। তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় তরুণরা। গুলিটি গিয়ে লাগে দোকানে উপস্থিত কলেজছাত্র আল আমিনের পায়ে।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট  সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান