• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৩৮:৩৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ১০:৩৮:৩৩ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লা সীমান্তে ভারতে পাচারকালে ৪৪০ কেজি ইলিশ জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বিজিবি ৬০ এর কুমিল্লার সদস্যরা।১৩ সেপ্টেম্বর শুক্রবার মধ্যরাতে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে মালিকানা বিহীন এসব ইলিশ জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা বিজিবি ৬০ ব্যাটেলিয়ন।বিজিবির সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বিজিবি ৬০ সুলতানপুর ব্যাটেলিয়ানের সালদা নদী ও শশীদল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিজিবির একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্ত পিলার ২০৫৭/২- এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মনোরা নামক এলাকা থেকে ককশিটে মোড়ানো ১৭টি বক্স থেকে ৪৪০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমসের মাধ্যমে নিলাম করে নয় লাখ আটষট্টি হাজার টাকা বিক্রি করে বিজিবি।সীমান্তবর্তী এলাকায় চোরাচালানের বিরোধী এমন বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি। তবে চোরাচালানকারী চক্রের কোন সদস্যকে আটক করতে পারেনি অভিযানিক দলের সদস্যরা।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান