• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৮:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:১৮:৩৯ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

ক্রিকেট ব্যাট নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলায় শফিউল্লাহ (১৮) নামে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।২৬ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সদরের দক্ষিণ ব্রাহ্মণপাড়া খানকা শরীফের পাশে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, ক্রিকেট খেলার বেট নিয়ে ব্রাহ্মণপাড়া সদরে ডাব বিক্রেতা এরশাদ মিয়ার ছোট ছেলে সানাউল্লাহ সাথে একই এলাকার জহিরুল ইসলামের ছেলে হৃদয়ের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হৃদয় সানাউল্লাহকে চর মারে। এ নিয়ে সানাউল্লাহর বড় ভাই সফিউল্লাহ কয়েকজন লোক নিয়ে বিষয়টি জানতে গেলে হৃদয়ের নেতৃত্বে ৭-৮ জন শফিউল্লাহকে ছোরা দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই শফিউল্লাহ লুটিয়ে পড়েন।ঘটনার স্থল থেকে স্থানীয় লোকজন শফিউল্লাহকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত  চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন।এ ব্যপারে মৃত্যু সফিউল্লাহর বাবা এরশাদ মিয়া বলেন, আমার নিরীহ ছেলেকে পরিকল্পিতভাবে হৃদয় ও তার সহযোগীরা ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সফিউল্লাহ মারা যায়। আমি ঘটনাটি শোনার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তদের গ্রেফতার করতে চেষ্টা চলছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান