• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৮:৪২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আশ্বিন ১৪৩১ সন্ধ্যা ০৬:৫৮:৪২ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

কচুয়ায় লরির চাপায় ২ খালাতো ভাই নিহত

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের বাউশিয়া পাখির মোড় এলাকায় লরি চাপায় চাঁদপুরের কচুয়ার মোটরসাইকেল আরোহী দুই আপন খালাতো ভাই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগিরি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তানভীর আহম্মেদ (২৬) ও একই গ্রামের দুলাল মিয়ার ছেলে জাহিদ হোসেন জিতু (২৫)।১৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে পালগিরি গ্রামে দুজনের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই ঢাকা কলেজের ছাত্র ছিলেন। সম্পর্কে খালাতো ভাই হন। মোটরসাইকেল যোগে ঢাকা থেকে কচুয়া আসার সময় পথিমধ্যে মহাসড়কের গজারিয়া এলাকার পাখির মোড় ব্রিজের ওপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান রনি। আর জিতুকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।ভবেরচর হাইওয়ে থানার এসআই রিয়াদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে গোমতী-মেঘনা সেতু সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দুজনের মরদেহ হস্তান্তর করা হয়।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান