আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুরস্কার পেলেন এএসআই রবিউল
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ সুপারের নিকট থেকে বিশেষ পুরস্কার পেলেন চাঁদপুরের মতলব উত্তর থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মো. রবিউল হোসেন।২৭ এপ্রিল রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।গত শনিবার গভীর রাতে মতলব উত্তরের সাদুল্ল্যাপুর ইউনিয়নে নয়াকান্দি গ্রামের বেড়িবাঁধ সংলগ্ন ব্রিজের পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র উদ্ধার করে চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের কাছ থেকে বিশেষ এ পুরস্কার গ্রহণ করেন তিনি।এসময় চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।এর আগে মার্চ ২০২৫ এ জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের কাছ থেকে অভিন্ন মানদন্ডের আলোকে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবেও মো. রবিউল হোসেন পুরস্কার গ্রহণ করেন।