• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:১৭:১৯ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:১৭:১৯ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে মরহুম নুরুল হুদার স্মরণে দোয়া মাহফিল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-সভাপতি চাঁদপুর-২ আসনের ৪ বারের সংসদ সদস্য সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মতলব উত্তর-দক্ষিণ উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।২৪ জানুয়ারি শুক্রবার বাদ জুমা মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।মরহুম নূরুল হুদার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া আয়োজন করেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর ও জেলা যুবদলের সহ শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন জানান, মরহুম নুরুল হুদা ছিলেন আমাদের প্রাণপ্রিয় জননেতা। তার আজ ৮ম মৃত্যুবার্ষিকী। আমরা তার আত্মার মাগফেরাত কামনায় আমাদের এই দোয়ার আয়োজন। এই দোয়ার মাধ্যমে মরহুম নুরুল হুদাকে যেন মহান রাব্বুল আল আমিন জান্নাতবাসী করে।চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুম নুরুল হুদার জৈষ্ঠ পুত্র তানভীর হুদা জানান, আমার বাবার জন্য যারা দোয়ার আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ আট বছর পরও তারা তাদের নেতাকে মনে রেখেছে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল কবরবাসীর জন্য দোয়া করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের জন্যও দোয়া করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান