• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:৩৪:১৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১০:৩৪:১৩ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

ভাঙ্গুড়ায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় নবাগত পুলিশ সুপারের সঙ্গে সর্বস্তরের জনগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় ভাঙ্গুরা থানা পুলিশের আয়োজনে ভাঙ্গুরা থানা চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়।ভাঙ্গুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খান। বিশেষ অতিথি ছিলেন সার্কেল এসপি হাবিবুর ইসলাম, ভাঙ্গুরা থানার ওসি (তদন্ত) মো. আব্দুল করিম ও থানার সেকেন্ড অফিসার মো. আব্দুল লতিফ।ওসি নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর মুজাহিদ স্বপন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি আব্দুল মতিন রাজু। ভাঙ্গুরা উপজেলা জামায়াতের সাবেক আমির ও বর্তমান পাবনা জেলা জামায়াতের সমাজ সেক্রেটারি শিক্ষা বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক আলী আছগার, পৌর বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, আহ্বায়ক যুবদলের ফরিদ আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব আনিসুর রহমান রিপনসহ উপজেলার সকল নেতৃবৃন্দ।এতে আরো উপস্থিত ছিলেন সনাতন ধর্মালম্বীদের প্রতিনিধি পূজা উদযাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সংগীত কুমার পাল, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের আহ্বায়ক মাহবুব উল আলম বাবলু, সদস্য সচিব মনিরুজ্জামান ফারুক, রায়হান আলী, বিকাশ কুমার চন্দ, মইনুল হক, আব্দুল খালেক, সফিক ইসলাম, সাখাওয়াত হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফ মাহমুদ প্রমুখ।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান