• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৩:০৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ দুপুর ১২:০৩:০৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

ভাঙ্গুরায় সনাতন ধর্মাবলম্বীদের উলটো রথযাত্রা উদযাপিত

পাবনা (ভাঙ্গুড়া) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যবদ্ধ পরিষদের আয়োজনে ৮ জুলাই রথযাত্রার দিন ভাঙ্গুড়া বাজারস্থ কালীবাড়ি ও পার ভাঙ্গুরা ইউনিয়নের পাথরঘাটা মন্দির থেকে আসা তিনটি রথ ভদ্রপাড়া কালী মন্দিরে অবস্থান করছিল।১৫ জুলাই সোমবার বিকালে ফিরতি পথে, অর্থাৎ উলটো পথে স-মন্দিরে অর্থাৎ ভাঙ্গুরা কালীবাড়ি মন্দির ও পাথরঘাটা মন্দিরে পৌঁছায়। বিকাল সোয়া ৩টায় ভদ্রপাড়া কালীমন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা করে উলটো পথে যাত্রা শুরু করে রথ তিনটি।সার্বজনীন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যবদ্ধ পরিষদের পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়, বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ উলটো রথের শোভাযাত্রাটি ভদ্রপাড়া শরৎ নগর বাজার ভাঙ্গুড়া বাজার প্রদক্ষিণ করে স্ব স্ব মন্দিরে গিয়ে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন সনাতন ধর্মীদের নেত্রী স্থানীয় নেতা বর্গ এবং সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠী। ৮ই জুলাই ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) আশ্রমে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল।এদিকে উলটো রথযাত্রাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর ছিল। সনাতন ধর্মাবলম্বী নেতারা বলছেন যাত্রার সামনে, মাঝে ও শেষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন। শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ছিলেন।সোমবার একাদশী তিথিতে হচ্ছে প্রত্যাবর্তন। অর্থাৎ, রথটি প্রথম দিন যেখান থেকে টেনে নিয়ে যাওয়া হয়, আট দিন পরে আবার সেখানেই ফিরিয়ে আনা হয়। একে বলে ‘উলটো রথ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান