রাজশাহীতে ছেলের হাতে বাবা খুন
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ছেলের দেশীয় অস্ত্রের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। ৮ আগস্ট মঙ্গলবার আনুমানিক ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর পাঁকাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।নিহতের নাম রুস্তম আলী পাঁকা (৭৫)। তার ছেলের নাম শুকুর আলী পাঁকা (৪২)। ঘটনার পর থেকে ছেলে শুকুর আলী পলাতক রয়েছে।উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, বেশ কিছুদিন ধরে শুকুর আলী বাবাকে বলছিলো, বাড়ির মেহগনি গাছ বিক্রি করে তাকে টাকা দিতে। কিন্তু বাবা রাজি হচ্ছিলো না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ বেচে টাকা দিতে না চাওয়ায় বাবা রুস্তম আলীকে খুন করেছে ছেলে।তিনি আরও জানান, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে বাবাকে দেশীয় অস্ত্রের আঘাতে নিজ বাড়িতে হত্যা করে ছেলে শুকুর আলী। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই শুকুর আলী পালিয়েছে।বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে শুকুর আলী পলাতক রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। তবে এ ঘটনায় মামলা হয়েছে।