• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫২:২০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ রাত ০৮:৫২:২০ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

রাজশাহীর বাঘায় ভুট্টা ক্ষেত থেকে এক ভিক্ষুক নারীর মরদেহ উদ্ধার

রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার বাঘায় নিখোঁজের পরের দিন প্রধানমন্ত্রীর দেওয়া প্রকল্পের ঘরে বসবাসকারী মালেকা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের বেনুপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মালেকা বেওয়া মৃত কানু মিয়ার স্ত্রী।স্থানীয়রা জানান, মালেকা বেওয়া শুক্রবার বিকালে ভিক্ষা করতে বের হন। এরপর তিনি আর ঘরে ফিরেননি। তার নিখোঁজের বিষয়টি এলাকার লোকজন স্থানীয় চেয়ারম্যানকে অবগতর করেন। পরের দিন শনিবার দুপুরে বেনুপুর গ্রামের একটি ভুট্টা খেত থেকে ওই বৃদ্ধার মরদেহ পাওয়া যায়। পরে বাঘা থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।মালেকা বেওয়ার নিকট আত্মীয় আবদুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থালে গিয়েছিলাম। মরদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং সেখানে একটি আমের ডাল পড়ে ছিল।এ বিষয়ে বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মৃত নারীর গলায় একটি স্বর্ণের চেইন ছিল। হয়তো এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা, মুখ ও শরীরের  বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান