• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:২৫:৩৮ (26-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১৩ই মাঘ ১৪৩১ দুপুর ১২:২৫:৩৮ (26-Jan-2025)
  • - ৩৩° সে:

তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে।৫ জানুয়ারি রোববার দুপুরে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে তারুণ্যের উৎসব ২০২৫ খ্যাত  টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী ম্যাচে সর্বমোট চারটি দল অংশগ্রহণ করছে। প্রথম পর্বে শম্ভুপুর ইউনিয়ন পরিষদ একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছে সোনাপুর ইউনিয়ন পরিষদ একাদশ। খেলার দ্বিতীয় পর্বে চাঁচড়া ইউনিয়ন পরিষদ একাদশ খেলবে চাঁদপুর ইউনিয়ন পরিষদ একাদশের সাথে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ও তজুমদ্দিন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ চন্দ্র দাস।এ সময় আরও উপস্থিত ছিলেন- শম্ভুপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হাফিজ উদ্দিন, চাঁদপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. শাহাজাহান, চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, শম্ভুপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান জান্টু, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মনু, বিএনপি নেতা নজরুল ইসলাম কামাল স্যার, তজুমদ্দিন উপজেলা যুবদল নেতা ও তজুমদ্দিন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম এ হালিম, জাবেদ হোসেন দিপু, ছাত্রদলের আহ্বায়ক মামুন হোসেন ও প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান