• ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:০৮:১৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১২ই শ্রাবণ ১৪৩১ বিকাল ০৫:০৮:১৬ (27-Jul-2024)
  • - ৩৩° সে:

নোয়াখালীতে দিনে রেকি করে রাতে ডাকাতি, অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলা থেকে তিন আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি দেশে তৈরি ওয়ান শুটারগান, ৫টি কার্তুজসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও একটি সিএনজি জব্দ করা হয়।১১ জুলাই বৃহস্পতিবার সুধারাম থানার কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার বিকেলে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।গ্রেফতার ডাকাতরা হলেন লক্ষ্মীপুর জেলার পূর্ব কল্যাণপুর এলাকার শেখ বাড়ির তসির আহম্মদের ছেলে ইউছুফ ওরফে চোরা কালা (৩৪), সোনাইমুড়ী উপজেলার বারাইয়াপুর গ্রামের রাশেদ সর্দার বাড়ির নিজাম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান সোহাগ ওরফে বদ্দা (৩০) ও বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের পূর্ব খালপাড় এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে মো. উজ্জল (৩২)।  পুলিশ জানায়, ৯ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে মাইজদী শহরের নোয়াখালী সুপার মার্কেট সংলগ্ন এলাকায় ডাকাত সর্দার ইউছুফের নেতৃত্বে একদল ডাকাত অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখানে তাদের ধাওয়া করে ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের দেহ তল্লাশি করে একটি শুটারগান ও ৫টি কার্তুজ জব্দ করা হয়।ওসি মীর জাহেদুল হক রনি বলেন, গ্রেফতার ডাকাতরা জেলার বিভিন্ন স্থানে ডাকাতির সাথে জড়িত। দিনের বেলায় সিএনজি নিয়ে বিভিন্ন এলাকা রেকি করে রাতে ডাকাতি করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান