চারঘাটে বড়াল নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলার পদ্মা বড়াল নদী থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২টায় স্থানীয়দের মাধ্যমে থানা পুলিশকে অবগত করা হয়। পরে থানা পুলিশের তদারকিতে চারঘাট স্লুইসগেটের নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, প্রাথমিকভাবে তার হাতে শাখা দেখে ধারণা করা যাচ্ছে, তিনি একজন হিন্দু সম্প্রদায়ের।থানার অফিসার ইনচার্জ এস এম সিদ্দিকুর রহমান বলেন, ধারণা করা যাচ্ছে, পদ্মা নদীর পানিতে ভেসে আসা মরদেহটি অন্য এলাকার হতে পারে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।তিনি বলেন, মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গের জন্য পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশের আইনি প্রক্রিয়া চলমান।