• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৪৯:০৬ (15-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩১শে ভাদ্র ১৪৩১ রাত ০৯:৪৯:০৬ (15-Sep-2024)
  • - ৩৩° সে:

খুলনায় নিরাপত্তার দায়িত্বে ২২০০ জন আনসার

খুলনা ব্যুরো: দেশের চলমান অস্থিরতায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বীর নির্দেশনায় জেলা কমান্ড্যান্ট, খুলনা মো. সাইফুদ্দিন প্রায় ২২০০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, থানা, জেলখানা, পাড়া/মহল্লায় নিরাপত্তা এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বপালনের জন্য নিয়োগ করেছেন।বিভিন্ন গুরত্বপূর্ণ স্থাপনায় ৯০০ জন আনসার সদস্য বিভিন্ন পাড়া/মহল্লায় অস্থিরতা ও চুরি ডাকাতি রোধে রাত্র জেগে পাহাড়ায় ১১০০ জন ভিডিপি সদস্য ট্রাফিক ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ট্রাফিক নিয়ন্ত্রণে খুলনা মহানগরে ২০ টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ১১৮ জন আনসার ও ভিডিপি সদস্য এবং চলমান পরিস্থিতিতে কারাগারের নিরাপত্তায় ৫০ জন এবং কয়রা ও ফুলতলা থানার নিরাপত্তায় ২০ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিয়োজিত আছেন।এছাড়াও খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাসভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও বাসভবন এবং সার্কিট হাউসের নিরাপত্তায় আনসার ব্যাটালিয়ন সদস্যরা মোতায়েন আছেন।৮ আগস্ট সকাল ১১ ঘটিকায় খুলনা কারাগারের পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে প্রশাসনের অনুরোধে দ্রুত আনসার ব্যাটালিয়নের টহল টিমের সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।খুলনা রেঞ্জের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ সমন্বয়কারী মো. ইসমাইল হোসেন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান