পরকীয়ার জেরে গৃহবধু ও যুবককে জুতার মালা পরিয়ে ঘুরানো হলো গ্রাম
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন কুন্দিপুর গ্রামে পরকীয়ার অভিযোগ তুলে এক গৃহবধু ও এক যুবককে প্রকাশ্যে চুল কেটে, গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ১৪ জানুয়ারি বুধবার রাতে এ ঘটনা ঘটে। পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়ার অভিযোগে প্রথমে ওই নারী ও যুবককে আটক করে গ্রামের কিছু লোক। পরে তাদের চুল কেটে গলায় জুতার মালা পরানো হয় এবং এলাকায় ঘুরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী দুজনকে উদ্ধার করে হেফাজতে নেয়।দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে নেওয়ার অধিকার নেই। কোনো অপরাধ হয়ে থাকলে তার বিচার দেশের প্রচলিত আইন ও আদালতের মাধ্যমেই হবে। এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেল বলেন, ‘সামাজিকভাবে কাউকে হেয় করা, মারধর করা বা অপমান করা দণ্ডনীয় অপরাধ। ভুক্তভোগীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।’