• ঢাকা
  • |
  • বুধবার ৫ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:১৯:১৫ (19-Nov-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল নারীর

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর।১৮ নভেম্বর মঙ্গলবার সকালে ভালাইপুর-আলমডাঙ্গা সড়কের চিৎলা রুইথনপুর নামক স্থানে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে বিউটি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়।বিউটি খাতুন (৪৫) দামুড়হুদা থানার ভগিরথপুর পুরাতনপাড়ার মুস্তাফিজুর রহমানের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৭টার দিকে দামুড়হুদা উপজেলার ভগিরথপুর পুরাতনপাড়ার বাসিন্দা বিউটি খাতুনকে নিয়ে তার স্বামী মুস্তাফিজুর রহমানের মোটর সাইকেলে চড়ে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার চিৎলা রুইথনপুর নামক স্থানে তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গুরুতর আহত হন।আহত অবস্থায় তার স্বামী মুস্তাফিজুর রহমান তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষারপর বিউটি খাতুনকে মৃত ঘোষণা করেন।আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।