• ঢাকা
  • |
  • রবিবার ২রা অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০২:১৬:৪৯ (16-Nov-2025)
  • - ৩৩° সে:

চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা রিয়াজুল গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: নাশকতার অভিযোগে চুয়াডাঙ্গার সাবেক পৌরসভার মেয়র ও নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর ডিটেক্টিভ ব্রাঞ্চের (ডিবি) সদস্যরা।১৩ নভেম্বর বৃহস্পতিবার রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করা হয়।তবে কখন কীভাবে তাকে গ্রেফতার করা হয় তা জানা যায়নি। তিনি চুয়াডাঙ্গার সাবেক সংসদ সদস্য ও হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ছোট ভাই।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার অভিযোগে অভিযান চালিয়ে সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে গ্রেফতার করা হয়েছে। দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ দল আওয়ামী লীগের কথিত ‘লকডাউন’কে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।