বগুড়ায় সন্ত্রাসী সাগর ও তার সহযোগীকে কুপিয়ে হত্যা
বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাগর তালুকদার (৩০) এবং তার সহযোগী সপন মিয়াকে (২৮) কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই সময় মুক্তার হোসেন (২৮) নামে আরেক সহযোগীর একটি হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।২২ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ছয় টার দিকে সাবরুল মন্ডলপাড়া এলাকায় জনৈক গফুর মন্ডলের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। ওই তিন সন্ত্রাসী ঘটনার সময় সাবরুল হরিদেবপুর পুকুর থেকে মোটরসাইকেলে সাবরুল বাজারের দিকে আসছিল।নিহত সাগর সাবরুল হাটখোলা পারার মাদক বিক্রেতা গোলাম তালুকদারের ছেলে। সপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে এবং মুক্তার একই এলাকার আনছার আলীর ছেলে। সাগরের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে।সরেজমিনে সাবরুল গ্রামের অনেকেই বলেন, সাগর বাহিনী সাবরুল এলাকা ছাড়াও আশপাশের কাহালু উপজেলার কয়েকটি গ্রামে আধিপত্য বিস্তার করেছিল। প্রভাষক পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ কর্মী শিহাব উদ্দিন বাবু, মজনু মিয়া সহ বেশ কয়েক জনকে কুপিয়ে হত্যা করে তারা।নিহত সাগরের বাবা গোলাম মোস্তফা তালুকদার বলেন, 'বিকালে পুকুরে চাষের মাছ দেখার জন্য গিয়েছিল সাগর। ফেরার পথে কে বা কারা জানি আমার ছেলেসহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে। আমার ছেলের সাথে কয়েকজনের শত্রুতা ছিল। আমি এই হত্যাকান্ডের বিচার চাই।'এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, নিহত সাগর এই এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার নামে ১৮টি মামলা রয়েছে। যেহেতু সাগরের নামে একাধিক মামলা রয়েছে তাই আমরা ধারণা করছি, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা সাগর ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করেছে।তিনি আরও বলেন, পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ শুরু করেছে। মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।