• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ০১:০৬:০৪ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

গাইবান্ধায় ত্রিমুখী সংঘর্ষে নিভে গেল ২ প্রাণ

মাসুম লুমেন (স্টাফ রিপোর্টার) গাইবান্ধা : গাইবান্ধায় বাস, ট্রাক্টর (কাকড়া) ও অটো ভ্যান রিকশার ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন। ১১ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী উপজেলার মাঝিপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা রীমি পরিবহন ও গাইবান্ধা থেকে পলাশবাড়ী অভিমুখে যাওয়া একটি ট্রাক্টর (কাকড়া) ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে এক জন ও হাসপাতালে নেওয়ার পথে ১ জনসহ মোট দুই অটোযাত্রী নিহত হয়৷এসময় অন্তত আরও ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের নাম জানা না গেলেও নিহত দুজন পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর বাজার এলাকার শান্ত (৩২) ও একই উপজেলার নড়াইল গ্রামের বাসিন্দা সেলিম মিয়া {৪০)।এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, দূর্ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান। 



দর্শনীয় স্থান

  • রংপুর

মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV