• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:১৪:১০ (19-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আশ্বিন ১৪৩১ সকাল ১১:১৪:১০ (19-Sep-2024)
  • - ৩৩° সে:

পলাশবাড়ী‌ উপ‌জেলা প‌রিষ‌দের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান‌দের সংবর্ধনা

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার পলাশবাড়ী‌ উপ‌জেলা প্রশাস‌নের পক্ষ থে‌কে উপ‌জেলা প‌রিষ‌দের নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যান, ভাইস চেয়ারম‌্যান ও ম‌হিলা ভাইস চেয়ারম‌্যানকে সংবর্ধনা দেয়া হ‌য়ে‌ছেএ উপল‌ক্ষে পলাশবাড়ী উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা স‌ম্মেলন ক‌ক্ষে এক আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।উপ‌জেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপ‌তিত্বে সভায় বক্তব‌্য রা‌খেন পলাশবা‌ড়ি পৌর মেয়র গোলাম স‌রোয়ার প্রধান বিপ্লব, নব‌নির্বা‌চিত চেয়ারম‌্যানে এ কে এম মোক‌ছেদ চৌধুরী বিদ‌্যুৎ, পুরুষ ভাইস চেয়ারম‌্যান আবু ফরহাদ মন্ডল, ম‌হিলা ভাইস‌ চেয়া‌রম‌্যান আনোয়ারা বেগম, সি‌নিয়র উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা প্রদীপ কুমার, সাংবা‌দিক সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম মাসুদার রহমান মাসুদসহ অনেকে।  এসময় বি‌ভিন্ন সরকা‌রি দফতরের কর্মকর্তাগণ ছাড়াও স্থানীয় গণ্যমান‌্য সুধীগণ উপ‌স্থিত ছি‌লেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান