• ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১১:৫৬:১৬ (24-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১১:৫৬:১৬ (24-Sep-2023)
  • - ৩৩° সে:

পলাশবা‌ড়ি‌তে কি‌শোর কল্যাণ অ্যাকশন ফোরা‌মের কর্মশালা অনু‌ষ্ঠিত

গাইবান্ধা প্রতি‌নি‌ধি: গাইবান্ধার পলাশবা‌ড়ি‌তে উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে কি‌শোর কল্যাণ অ্যাকশন ফোরা‌ম কার্যক্রমের ম‌নিট‌রিং ও অগ্রগ‌তি বিষয়ক কর্মশালা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।১৭ সেপ্টেম্বর রোববার দুপু‌রে উপজেলা পরিষদের হলরুমে উপ‌জেলা নির্বাহী অফিসার কামরুল জাসা‌সের সভাপ‌তি‌ত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব‌্য রা‌খেন বাংলা‌দেশ কৃষক লীগের কেন্দ্রীয় ক‌মি‌টির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আস‌নের সংসদ সদস‌্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃ‌তি।বি‌শেষ অতিথির বক্তব‌্য রা‌খেন, বাংলাদেশ সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব ও এসপিসিপিডির প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ ও ইউএনএফপিএ এর টেকনিক্যাল অফিসার খন্দকার জাকির রহমান।সভায় আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউ‌পি চেয়ারম‌্যান তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, থানা অফিসার ইনর্চাজ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতারসহ অন্যান্যরা।এর আগে, প্রকল্প আওতাভুক্ত পলাশবাড়ী এস এম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পিয়ারী পাইলট বা‌লিকা উচ্চ বিদ্যালয়, গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, পলাশবাড়ী এ এ এস বি পি মহিলা ফাজিল ডিগ্রী মাদ্রাসা, বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের এডওয়াফ কমিটির সদস্য শিক্ষার্থীগণ তাদের কমিটির কার্যক্রম ও বৃক্ষ‌রোপণ, বাল‌্যবি‌য়ে প্রতি‌রোধ, কি‌শোরী‌দের বয়ঃস‌ন্ধিকালীন স্বাস্থ‌্য সুরক্ষা, গর্ভবতী মা‌য়ে‌দের স্বাস্থ স‌চেতনতার উপর বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ দিক তু‌লে ধ‌রে বক্তব‌্য প্রদান ক‌রেন।এ সময় গণমাধ‌্যমকর্মী, বি‌ভিন্ন সরকারি দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠা‌নের শিক্ষক শিক্ষার্থীরা উপ‌স্থিত ছি‌লেন।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV