• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:০০:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ সকাল ০৮:০০:২২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৫ দোকান

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।২৭ এপ্রিল রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুরগি, কাঁচাবাজার, লাকড়ি, চাল, শুঁটকি এবং পান-সিগারেটের দোকান ছিল। এতে চারজন ব্যবসায়ী- সুমন দে, রাজীব দে, বদিউল আলম ও ফজু সর্বস্বান্ত হয়েছেন। এদের মধ্যে সুমন দে’র দুটি দোকান ছিল।বাজার সমিতির সভাপতি হাবিবুল্লাহ জানান, রাত ১১টার পর তিনি বাজারে আগুন লাগার খবর পান। খবর পেয়ে তিনিসহ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং আগুন নেভানোর চেষ্টা করেন। পরে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরাও এসে তাদের সঙ্গে যোগ দেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তার আগেই দোকানগুলো পুড়ে যায়।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুমন দে জানান, তিনি রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলেন। রাত ১১টা ২০ মিনিটের দিকে তার এক চাচাতো ভাই ফোনে দোকানে আগুন লাগার খবর দেন। ছুটে এসে দেখেন তার দুটি দোকানই আগুনে জ্বলছে। তিনি বলেন, “এই আগুনে আমার নিজের দুটি দোকানের সব মালপত্র পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের চারজনের মোট পাঁচটি দোকানের মালামাল পুড়ে প্রায় ১৪ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।”রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জাহেদুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান