রাঙ্গুনিয়ায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিদায় ও নতুন কর্মকর্তাকে বরণ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম চৌধুরীর বিদায় ও নবাগত কর্মকর্তা মো. আজিজুর রহমানের বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।২৯ নভেম্বর বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি সদস্য মো. খালেদ মাহমুদ।উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন শর্মার সঞ্চালনায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন তৌহিদুল ইসলাম টিপু, জাবেদ হোসেন তালুকদার, মো. আইয়ুব, রুবিনা ইয়াসমিন, ওমর ফারুক প্রমুখ।এর আগে, উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।