রাঙ্গুনিয়ায় পুলিশের অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ৬
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, চোরাই মালামাল ও নগদ টাকাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।৩০ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আটকরা হলেন— চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের রোশনারা (৪০), দেলোয়ার হোসেন (৪০), আবদুস সালাম (৪৮), মো. আরমান (২৫), মো. পারভেজ হোসেন (৩৪) ও মো. আলাউদ্দিন (২০)।অভিযানকালে যৌথ বাহিনী তাদের কাছ থেকে ৭৪৮ পিস ইয়াবা, ২৫ লিটার বাংলা মদ, ১৫০ পুরিয়া গাঁজা, ১টি দামা, ৫টি দা, ১টি চাইনিজ কুড়াল, ৯টি ছুরি, ৬টি কাঁচি, ৪টি মোবাইল ফোন এবং নগদ ৪ লাখ ২০ হাজার টাকাসহ চোরাই মালামাল উদ্ধার করে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গোপন সংবাদে মাদক ও অস্ত্রসহ তাদের আটক করা হয়।