রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে নগদ টাকা ও মূল্যবান মালামালসহ আনুমানিক দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।২৯ ডিসেম্বর সোমবার ভোরে উপজেলার রাজানগর এলাকায় এ ঘটনা ঘটে।জানা গেছে, দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পালপাড়া এলাকায় ডাক্তার রতন পালের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে তিন কক্ষবিশিষ্ট বাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত রতন পাল বলেন, শত্রুতাবশত কে বা কারা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পুরো পরিবারকে হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দিতে পারে।রাঙ্গুনিয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. জাহেদুর রহমান জানান, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।