রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে দাদি-নাতনির মৃত্যু
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দাদি ও নাতনি প্রাণ হারিয়েছেন।২৪ ডিসেম্বর বুধবার সকাল ৮টার দিকে পোমরা কাদেরিয়া পাড়ায় লাগা অগ্নিকাণ্ডে প্রাণ হারান তারা। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ছাই হয়ে গেছে ৮টি পরিবারের স্বপ্ন ও শেষ আশ্রয়স্থল।নিহতরা হলেন- রুমি আকতার (৫৫) এবং তার পাঁচ বছর বয়সী নাতনি জান্নাত আকতার। পরিবারের সদস্যরা জানান, রুমি আকতার ছিলেন সংসারের অভিভাবক। আদরের নাতনি জান্নাতকে আগলে রাখতেন সবসময়। শেষ মুহূর্তেও দাদির আঁচল ঘেষেই ছিল শিশুটি, কিন্তু আগুনের হাত থেকে কেউ রক্ষা পায়নি।স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৮টার দিকে হঠাৎ একটি ঘরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে বাতাসের তোড়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আতঙ্কিত মানুষ দিকবিদিক ছুটতে শুরু করলেও রুমি আকতার ও তার নাতনি ঘর থেদকে বের হতে পারেননি। প্রতিবেশীরা চেষ্টা করেও তীব্র তাপ ও ধোঁয়ার কারণে তাদের উদ্ধার করতে ব্যর্থ হন। চোখের পলকে আটটি বসতঘর ভস্মীভূত হয়ে যায়।খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডস্থল থেকে আমরা দাদি ও নাতনির মরদেহ উদ্ধার করেছি।’ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও আসবাবপত্রসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃস্ব পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।