সালাউদ্দিন কাদের চৌধুরী ‘হত্যার’ বিচার দাবি ইসলামী যুবসংঘের
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সালাউদ্দিন কাদের চৌধুরীকে ‘প্রহসনের বিচারের’ মাধ্যমে পরিকল্পিতভাবে ‘হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছে ইসলামী যুবসংঘ।৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে সংগঠনটির কার্যালয়ে সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ দাবি করা হয়।এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সুস্থতা এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরীর রোগমুক্তি কামনা করা হয়।বক্তারা জানান, ১৯৮৬ সালে সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরে প্রতিষ্ঠিত ইসলামী যুব সংঘ জাতীয়তাবাদী দলের সকল কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। এ ‘হত্যা’র সাথে জড়িতদের বিচার দাবি করেন তারা।দোয়া ও মিলাদ মাহফিলে ১৫ জন আলেম অংশ নেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুবসংঘের সভাপতি আবদুস সামাদ খান। সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি আহামদ ছৈয়দ, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারম ছাফা, অর্থ সম্পাদক আবুল কালাম আবু, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক সিরাজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবদুল বারেক প্রমুখ।