নাটোরে গৃহবধূকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় গৃহবধূকে ধর্ষণ মামলায় মো. বেনজামিন নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।১৭ সেপ্টেম্বর রোববার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত বেনজামিন বাগাতিপাড়া উপজেলার বিহারকোল এলাকার আয়েজ উদ্দিনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৭ আগস্ট নির্যাতিতা গৃহবধূ দুপুরের গোসল শেষে কাপড় শুকাতে দেয়ার সময় অভিযুক্ত যুবক বেনজামিন তার মুখ চেপে ধরে একটি রান্না ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ধর্ষিতার চিৎকারে অন্যরা এগিয়ে এলে সে পালিয়ে যায়। পরে ওই নারী নিজেই বাদী হয়ে ঘটনার দিনই বাগাতিপাড়া থানায় মামলা করেন।মামলার দীর্ঘ শুনানী শেষে রোববার দুপুরে আসামির উপস্থিতিতে ধর্ষণের সঙ্গে তার সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।