• ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:২২:১৩ (25-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ১০ই আশ্বিন ১৪৩০ বিকাল ০৩:২২:১৩ (25-Sep-2023)
  • - ৩৩° সে:

হালুয়াঘাট অগ্রযাত্রার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উত্তর খয়রাকুড়ি অগ্রযাত্রা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শনিবার অগ্রযাত্রা হলরুমে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে সভাপতি পদসহ ৪টি পদে অন্যান্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।নির্বাচনে সেক্রেটারি পদে হালুয়াঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. নূর আক্তার হোসেন আম প্রতীক নিয়ে ৪৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. কামাল হোসেন মাছ প্রতীক নিয়ে ৪৫৬ ভোট পেয়েছেন।এছাড়াও ট্রেজারার প্রদে মো. লিটন মিয়া কলস প্রতীক নিয়ে ৫৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাজাহারুল ইসলাম শামীম মোরগ প্রতীক নিয়ে ৩৪৪ ভোট পেয়েছেন।নির্বাচনে সার্বিক দায়িত্বে ছিলেন হালুয়াঘাট উপজেলার সমবায় কর্মকতা মো. কামরুল হুদা, ময়মনসিংহ জেলা সমবায় পরিদর্শক কামরুল হাসান, সহকারী নির্বাচন কর্মকর্তা হিসাবে দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা চয়ন কুমার সরকারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ।নির্বাচন চলাকালে সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন হালুয়াঘাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোর্শেদ আনোয়ার খোকন, জেলা পরিষদের সদস্য কাঞ্চন কুমার সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান



ASIAN TV