• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ সকাল ১১:৫৪:০৩ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

হালুয়াঘাট পৌরসভার নির্বাচন ১৬ মার্চ

এম. এ খালেক, হালুয়াঘাট : আগামী ১৬ মার্চ ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রার্থীদের মাঝে প্রতীক প্রদান করা হয়েছে।এবারের নির্বাচনে মেয়র প্রার্থীসহ ৩১ জন সদস্যদের মাঝে গত ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ করা হয়।পৌরসভার মেয়র পদে ৩ জন, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২০ জন, সর্বমোট ৩১ জন প্রার্থী পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল আলম ভূঞা নৌকা প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আব্দুল হামিদ মোবাইল ফোন প্রতীক, স্বতন্ত্র প্রার্থী নাদিম আহমেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।নির্বাচনে সর্বমোট ১৭ হাজার ৯ শত ৫৪ জন ভোটার ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে।



দর্শনীয় স্থান

  • NO Data Found


মতামত


জেলার ইতিহাস

No History found

ASIAN TV