• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:৪৫:৩১ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ০৩:৪৫:৩১ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

১৬ মার্চ ২০২৩ সকাল ১১:২০:৫০

আশুলিয়ায় সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ৩ শ্রমিকের মৃত্যু

জহিরুল ইসলাম খান লিটন,স্টাফ রিপোর্টার (সাভার): সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার সেপটিক ট্যাংক পরিস্কার করতে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ডুবুরি দল নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

১৫ মার্চ বুধবার রাতে আশুলিয়ার শিমুলতলার দরগারপাড় এলাকার ‘আল রহমান নিটিং ফ্যাশন বিডি লিমিটেড’ কারখানার সেপটিক ট্যাংক থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

নিহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার খাগালিয়া গ্রামের সহিদ মিয়ার ছেলে মো. মিঠু (২২)। তিনি পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ করতেন। মো. রাকিব (২২)। তিনি খুলনা জেলার বটিয়াঘাট থানার বুনারবাদ গ্রামের নুর ইসলাম শিকদারের ছেলে।  মোহাম্মদ আলী (২৭) রংপুর জেলার গাংগাচড়া থানার ফেরদৌস রহমানের ছেলে।

রাকিবের স্ত্রী বৃষ্টি বলেন, রাকিব এই কারখানার অপারেটর ছিলেন। তিনি কারখানার মেশিন চালান। তিনি তো সুইপার না। কিভাবে তিনি সেপটিক ট্যাংকে গেলেন? কেন তাকে ট্যাংকে নামানো হলো? আমি এর বিচার চাই।

এবিষয়ে সাভার ফায়ার সার্ভিস জোন (৪) উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন জানান, আমরা খবর পাই, তিনজন সেপটিক ট্যাংকে পড়ে নিখোঁজ হয়েছেন। এরপর রাত ৮ টার দিকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। শ্রমিক তিন জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা মূলত বিষক্রিয়ায় কারণে মারা গেছে। ট্যাংকের ভেতর  অক্সিজেন শূন্য ছিল।

এদিকে কারখানার কর্তৃপক্ষের অবহলোর দায়ে ৩ শ্রমিককের মৃত্যুর দাবি তুলে বিক্ষোভ করেছে কয়েকটি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এবিষয়ে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








হরিরামপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যা
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৩৮:৩২


রামগঞ্জে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন
২৫ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:২৩:৫৪