• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই চৈত্র ১৪২৯ রাত ১০:১০:০৮ (31-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

তালতলীতে ইউসিবি’র এজেন্ট শাখা উদ্বোধন

জলিল আহমেদ, তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ৪১১তম এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে।২৭ মার্চ সোমবার বেলা বারোটায় ভূমি অফিস সংলগ্ন তালতলী বাজারে এ শাখার উদ্বোধন করা হয়।ফিতা কেটে তাকওয়া ইসলামি ব্যাংকিংয়ের সুবিধা সম্বলিত ব্যাংকটির এ এজেন্ট শাখার উদ্বোধন করেন তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির। এসময় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং বরিশাল জোন এরিয়া ম্যানেজার মো.জাকির হোসেন, আমতলী ব্রাঞ্চ ইনচার্জ মো.বজলুর রহমান, তালতলী শাখার এজেন্ট ওনার মো.ওলিউল্লা রিয়াজ এবং বাজারের ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং বরিশাল জোন এরিয়া ম্যানেজার মো.জাকির হোসেন বলেন, আলোর পথে, সবার সাথে এই শ্লোগানকে সামনে রেখে সম্পূর্ণ সুদবিহীন ইসলামি ব্যাংকিং এর একটি এজেন্ট আউটলেট এটি। এর মাধ্যমে ব্যবসায়ীসহ সকল পর্যায়ের গ্রাহকেরা সাচ্ছন্দ্যে ও ঝামেলাবিহীন সেবা পাবেন।

ASIAN TV