আস্থা লাইফের জীবন বীমা এজেন্ট কোর্স সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি আয়োজিত আর্মি ওয়েলফেয়ার সোসাইটির আস্থা লাইফ ইনসুরেন্স কো. লিমিটেডের জীবন বীমা এজেন্ট কোর্স অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর রোববার রাজধানীর মহাখালীর এসকে টাওয়ারে সেনাকল্যান ভবনে এজেন্ট কোর্স অনুষ্ঠিত হয়।কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনসুরেন্স একাডেমির পরিচালক (অ.দা.) এসএম ইব্রাহিম হোসেন (এসিআইআই)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আস্থা লাইফ ইনসুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার শফিক (অব.), (এনডিসি), (পিএইচডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, উপ-ব্যবস্থাপানা পরিচালক আব্দুল মান্নান।কোর্সে আস্থা লাইল ইনসুরেন্স কো. লিমিটেডের প্রায় ৬০ জন এজেন্ট অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বীমা সম্প্রসারণের লক্ষে এজেন্টদের আরও যোগ্য করে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ভবিস্যতেও চালু রাখবে।