• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩২:৪৯ (14-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা মাঘ ১৪৩১ সন্ধ্যা ০৬:৩২:৪৯ (14-Jan-2025)
  • - ৩৩° সে:

বামনায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। স্কুলটির প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আবদুল মান্নান মাস্টারের নামে গঠিত আবদুল মান্নান মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।১৩ জানুয়ারি সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয় আবদুল মান্নান মাস্টার চ্যারিটেবল ট্রাস্ট। এ সময় শিক্ষার্থীরা এই শিক্ষা উপকরণ পেয়ে খুশী হন।হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, বছরের শুরুতে নতুন ব্যাগ ও শিক্ষা উপকরণ পেয়ে অনেক ভালো লাগছে।ট্রাস্টের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে এক হাজার টাকা সমমূল্যের শিক্ষা উপকরণ দেয় যার মধ্যে রয়েছে ব্যাগ, স্কেল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, এক ডজন কলম ও খাতা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন তালুকদার বলেন, আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার নামে ট্রাস্ট গঠন করা হয়েছে যেটি আনন্দের বিষয়। ট্রাস্টের সাফল্য কামনা করছি যাতে এটি স্কুলের শিক্ষার্থীসহ মানবতার কাজে এগিয়ে আসতে পারে। শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ সত্যিই ভালো লাগার একটা বিষয়।আবদুল মান্নান মাস্টার চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি ও মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী রফিক আবদুল মান্নান (পান্না) হাওলাদার বলেন, আবদুল মান্নান মাস্টার ট্রাস্ট অনেক দিন ধরে কাজ করে আসছে তবে আজ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো। এটি মানবতার সেবায় কাজের মধ্যে দিয়ে মানুষের মনে জায়গা করে নিবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শফিকুল আলম রাজা, মনিরা জাহান ও তানজিল হাওলাদারসহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান