বামনায় বিভিন্ন স্থাপনায় নিষিদ্ধ ছাত্রলীগের তালা
বামনা (বরগুনা) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন আগামীকাল ১৭ নভেম্বর শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এ কর্মসূচি সফল করতে সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছে দলটির নেতাকর্মীরা।এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর রোববার বরগুনা জেলার বামনা উপজেলার কয়েকটি ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বামনা উপজেলার ছাত্রলীগের (নিষিদ্ধ) নেতাকর্মীরা।তালা লাগানোর ঘটনাগুলো ঘটেছে বামনা ইউনিয়ন পরিষদ, উপজেলা ভূমি অফিস, বামনা সরকারি কলেজ ও উপজেলার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদ সহ ১০টি ভবনে।এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে বরগুনা জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রেজাউল কবির রেজা লিখেন, ‘ধন্যবাদ-বামনা উপজেলা ছাত্রলীগ, বরগুনা। সরকারি কলেজ, ভূমি অফিস সহ ১০টির বেশি সরকারি স্থাপনায় তালা দিয়ে শাটডাউন কর্মসূচি সফল করায়।’এ বিষয়ে জানতে চাইলে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ হাওলাদার জানান, ‘রাতের আধারে কে বা কারা তালা লাগিয়েছে চিহ্নিত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’