ফুলবাড়ীতে বিজিবির অভিযানে মাদক উদ্ধার
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৯ বোতল বিদেশি মদ এবং ২৩ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।৩০ ডিসেম্বর মঙ্গলবার ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ রসুলপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৭ হাজার ৭০০ টাকা। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি সবসময়ই তৎপর। জনস্বার্থে এবং দেশের সীমান্ত সুরক্ষায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধারসহ আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’