• ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১০:৫৫:৩৫ (24-Sep-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই আশ্বিন ১৪৩০ রাত ১০:৫৫:৩৫ (24-Sep-2023)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে অস্ত্রসহ আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চান্দগাঁওয়ে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ মো. সোহেল প্রকাশ চাকমা সোহেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ১৩ সেপ্টেম্বর বুধবার চান্দগাঁও আবাসিক এলাকার ৭নং রোডের খন্দকার পাড়া ব্রিজে উঠার মুখে রাস্তা থেকে তাকে আটক করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খাইরুল ইসলাম।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকার ৭নং রোডের খন্দকার পাড়া ব্রিজে উঠার মুখে রাস্তার উপর অভিযান পরিচালনা করে সোহেলকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও ১টি কার্তুজ উদ্ধার করা হয়। সিএমপি চান্দগাঁও থানার এসআই শরীফ উদ্দিন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সোহেল দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজী এবং কিশোর গ্যাং পরিচালনা করে আসছিল।সোহেলের বিরুদ্ধে সিএমপি ও নোয়াখালীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান চান্দগাঁও থানার ওসি।

ASIAN TV