• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই চৈত্র ১৪২৯ দুপুর ১২:২১:২৩ (24-Mar-2023)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি

নিজস্ব ডেস্ক: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এবার শুধু রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের নাগরিকরা আবেদন করতে পারবেন। ২৭ ফেব্রুয়ারি সোমবার এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ১০ মার্চ থেকে আবেদন করতে পারবেন, যা শেষ হবে ২৪ মার্চ। অনলাইনেও আবেদন করা যাবে। আবেদন করতে লাগবে ২২০ টাকা।আবেদনকারীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমায় এবার ছাড় দিয়েছে সরকার। প্রার্থীর বয়স ন্যূনতম ২১ ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। কোটার ক্ষেত্রে ৩২ বছর।

ASIAN TV